রোনালদোর সতীর্থ হতে বুসকেতসকে ১৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব

বিশাল অঙ্ক খরচ করে হালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। তবে তাদের চমকের এখানেই শেষ নয়, ইউরোপ থেকে আরও নামীদামী তারকা খেলোয়াড় কেনায় মনোযোগী ক্লাবটি। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনা অধিনায়ক সের্জিও বুসকেতসে।

বিশাল অঙ্ক খরচ করে হালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। তবে তাদের চমকের এখানেই শেষ নয়, ইউরোপ থেকে আরও নামীদামী তারকা খেলোয়াড় কেনায় মনোযোগী ক্লাবটি। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনা অধিনায়ক সের্জিও বুসকেতসে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, এরমধ্যেই ৩৪ বছর বয়সী বুসকেতসকে একটি প্রস্তাব দিয়েছে ক্লাবটি। জানা গেছে, তার জন্য বার্ষিক ১৮ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী সৌদির ক্লাবটি। বার্সা অধিনায়কের সঙ্গে দুই বছরের চুক্তি করতে চায় তারা।   

সংবাদ অনুযায়ী, আল-নাসরের প্রস্তাবের কোনো জবাব দেননি বুসকেতস। এর আগে বার্সেলোনার প্রস্তাব সম্পর্কে জানতে চান এ মিডফিল্ডার। চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে তার। তাকে নতুন মৌসুমেও চাচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবে তার চুক্তি নবায়ন প্রসঙ্গে এখন কিছু জানায়নি ক্লাবটি।

বার্সা অধিনায়ক অবশ্য খুব দ্রুতই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলতে চান। আল-নাসর ছাড়া মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি থেকেও প্রস্তাব রয়েছে তার জন্য। বার্সা কোচ অবশ্য তাকে ছাড়তে চাইছেন না। যে কারণে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন বুসকেতসের এজেন্ট জোসেপ মারিয়া ওরোবিতজ।

বুসকেতসের চুক্তি নবায়ন প্রসঙ্গে বার্সা পরিচালক মাতেউ আলেমানি বলেছেন, 'বুসি জানে তাকে কতটা বিবেচনা করা হয়। সে এই ক্লাবের এবং সদস্যদের জন্য একটি প্রতিষ্ঠান। চুক্তি শেষ হয় তবে এটি একটি পরিস্থিতি যা তিনি মূল্যায়ন করা হবে। সে কী সিদ্ধান্ত নিতে পারে তার জন্য আমরা অপেক্ষা করছি। জাভি এবং সে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং আমরা সমর্থন করব। যদি সে থাকে এটা হবে দুর্দান্ত।'

আগামী ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ নিজেদের দেশে আয়োজন করতে চায় সৌদি আরব। যে কারণে নিজেদের লিগকে ফুটবল বিশ্বে আরও বেশি পরিচিত করতে উঠেপড়ে লেগেছে দেশটির ফুটবল ফেডারেশন। তারই অংশ হিসেবে রোনালদোর পর বুসকেতসকেও চায় তারা।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

6h ago