৮ গোলের ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন রিয়াল
ভিনিসিউস জুনিয়র আর ফেদে ভালভারদে করলেন জোড়া গোল। করিম বেনজেমাও পেলেন জালের ঠিকানা। প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়ালো রিয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণে আল-হিলালও গোল পেল তিনটি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ৮ গোলের রোমাঞ্চ জিতে চ্যাম্পিয়ন হলো কার্লো আনচেলেত্তির দল।
শনিবার রাতে মরক্কোয় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের আল-হিলালকে ৫-৩ গোলে হারায় রিয়াল। ক্লাব বিশ্বকাপে রেকর্ড পঞ্চমবারের মতো জিতে নেয় শিরোপা।
ম্যাচে স্পষ্ট প্রাধান্য থাকা রিয়ালের বিপক্ষে খেলার ফেরার চেষ্টায় হিলালের হয়ে গোল করেন মুসা মারেগা, জোড়া গোল আসে লুসিয়ানো ভিয়েতোর পা থেকে।
৬৬ শতাংশ বল দখলে রেখে রিয়াল প্রতিপক্ষের পোস্টের দিকে নেয় ১১টি শট, যার পাঁচটিই ছিল। সবগুলো থেকেই এসেছে গোল। আল-হিলালের ৮ শটের চারটি ছিল নিশানায়, তিনটি থেকে গোল পেয়ে যায় তারাও।
দুই দলই খেলেছে অনেকটা ওপেন ফুটবল। খেলায় গতি আর আক্রমণের ছন্দ থাকায় ম্যাচটি ছিল উপভোগ্য। ব্যক্তিগত মুন্সিয়ানায় এগিয়ে থাকা রিয়ালের সঙ্গে পেরে উঠা কঠিন ছিল সৌদির ক্লাবের।
খেলার ১৩ মিনিটেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। বেনজেমার পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে প্লেসিং শট নেন ভিনিসিউস। গোলরক্ষক ধরার চেষ্টা করলেও তা জড়িয়ে যায় জালে।
১৮ মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় আরেক গোল পায় রিয়াল। লুকা মদ্রিচের ক্রস ক্লিয়ার করতে না পেরে ভালভেরদের পায়ে বল তুলে দেন হিলাল ডিফেন্ডাররা। উরুগুয়াইন মিডফিল্ডারের নেওয়া শট ধরতে ব্যর্থ হন আল-হিলালের গোলরক্ষক আলি আল-বুলাইহি। তার শরীরে লেগে বল চলে যায় জালে।
দুই গোলে পিছিয়ে আক্রমণের ধার বাড়ায় হিলাল। ২৬ মিনিটে খেলায় ফিরে আসে তারা। মোহাম্মদ কানোর পাস থেকে বক্সে ঢুকে মারেগা রিয়াল কিপার আন্দ্রে লুনিনকে পরাস্ত করে পেয়ে যান গোল।
প্রথমার্ধের শেষ দিকে সহজ গোলের সুযোগ হাতছাড়া করলেও বেনজেমা বিরতির পরই খরা কাটান নিজের। ৫৪ মিনিটে ভিনিসিউসের ক্রস থেকে গোল পান গেল বছর ব্যালন ডি'অর জেতা এই ফরোয়ার্ড।
চার মিনিট পরই ভালভেরদের আরেক গোলে ব্যবধান ৪-১ করে ফেলে রিয়াল। এবার দানি কারভাহালের পাস ধরে ফিনিশিং মুন্সিয়ানা দেখান ভালভারদে।
অনেকটা পিছিয়ে গিয়েও দমে যাচ্ছিল না আল-হিলাল। বারবার প্রতি আক্রমণে উঠছিল তারা। ৬৩ মিনিটে ভিয়েতার গোলে ব্যবধান কমলেও ৬৯ মিনিতে তা আবার বাড়িয়ে দেন ভিনিসিউস।
পুরো ম্যাচে দারুণ খেলতে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার বাঁকানো শটে খুঁজে নেন জালের ঠিকানা। ৭৯ মিনিটে ভিয়েতা আবার ব্যবধান কমালেও ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি তাদের। বারবার আক্রমণে উঠেও আর কোন গোল আদায় করতে পারেনি সৌদি আরবের ক্লাব।
Comments