টটেনহ্যামকে প্রথমবার হারাল এসি মিলান
প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনই ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারাতে পারেনি এসি মিলান। ইতালির ক্লাব প্রথমবার পেল এমন স্বাদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমন জয়ে শেষ আটের স্বপ্নও উজ্জ্বল হলো তাদের।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান জায়ান্টরা। দলের হয়ে একমাত্র গোল করেন ব্রাহিম দিয়াস। ৮ মার্চ ফিরতি লিগ খেলতে টটেনহ্যামের মাঠে যাবে তারা।
খেলার সপ্তম মিনিটেই এগিয়ে যায় মিলান। থিও হার্নান্দেজের তীব্র গতির শট টটেনহ্যাম কিপার ফ্রেজার ফস্টার ফিরিয়ে দেওয়ার পর দিয়াস পেয়ে যান। তার শটও প্রথম দফায় ফিরিয়ে দেন ফস্টার। পরে ডাইভ দিয়ে হেড মেরে গোল পান তিনি।
পিছিয়ে পড়ার পর গা ঝাড়া দিতে চেয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে সুবিধা করতে পারেনি সেভাবে। বল দখলে নিয়ে অনেকগুলো আক্রমণে উঠলেও অ্যাটার্কিং থার্ডে গিয়ে খেই হারাতে থাকে তারা।
বিরতির পর গোল ধরে রাখার মনোযোগ দেয় মিলান। তাতে সফলও হয় তারা। রক্ষণ সামাল দিয়ে প্রতিপক্ষের আক্রমণগুলোর ধার কমিয়ে সময় পার করে উল্লাস নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাব।
Comments