উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লাইপজিগকে মোকাবিলার আগে দুঃসংবাদ পেল ম্যান সিটি

আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। শারীরিক অসুস্থতার জন্য মাঝমাঠের কাণ্ডারি কেভিন ডি ব্রুইনাকে পাবে না তারা। একই কারণে ডিফেন্ডার আইমেরিক লাপোর্তও খেলতে পারবেন না।
ছবি: এএফপি

আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। শারীরিক অসুস্থতার জন্য মাঝমাঠের কাণ্ডারি কেভিন ডি ব্রুইনাকে পাবে না তারা। একই কারণে ডিফেন্ডার আইমেরিক লাপোর্তও খেলতে পারবেন না।

শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের মাঠে খেলতে নামবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার খোঁজে থাকা সিটি। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়।

সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা সংবাদ সম্মেলনে জানান, বেলজিয়ান ডি ব্রুইনা ও ফরাসি লাপোর্ত দুজনই অসুস্থতায় ভুগছেন। তারা কেউই গতকাল মঙ্গলবার অনুশীলন করেননি। তাদেরকে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি। ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্সও সেখানে অনুপস্থিত। তিনি এখনও ঊরুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।

লাইপজিগকে মোকাবিলার আগে ম্যান সিটির প্রস্তুতিটা যথার্থ হয়নি। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। পুরো ম্যাচে দাপট দেখালেও শেষদিকে গোল হজম করে পূর্ণ পয়েন্ট হাতছাড়া করে আসরের শিরোপাধারীরা।

হতাশাজনক ওই ফলেরও ইতিবাচক দিক দেখছেন গার্দিওলা, 'নটিংহ্যামের বিপক্ষে গত ম্যাচটায় উঁচু মানের খেলা হয়েছে। যেভাবে আমরা খেলেছি তা আমার পছন্দ হয়েছে এবং আমরা জিতিনি কারণ, এটাই ফুটবল। ওই মুহূর্তে কী ঘটেছিল সেটার কোনো জবাব আমার কাছে নেই। আজ (মঙ্গলবার) আমরা ভালোমতো অনুশীলন করেছি এবং সেই মানেই পৌঁছেছি। তবে এর মানে এই না যে আমরা জিতব (লাইপজিগের বিপক্ষে)। যদিও আমার ভালো একটি অনুভূতি হচ্ছে।'

ডি ব্রুইনাকে না পাওয়া নিঃসন্দেহে সিটির জন্য বিশাল দুসংবাদ। চলতি মৌসুমেও অসাধারণ ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে চার গোলের পাশাপাশি করেছেন ১৮ অ্যাসিস্ট।

Comments