গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি উধাও থাকেন, বললেন পিএসজির সাবেক তারকা

ছবি: এএফপি

চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে লিওনেল মেসির পারফরম্যান্সের সমালোচনা আগেও করেছেন জেরোম রোথেন। পিএসজির সাবেক এই ফরাসি উইঙ্গার আরও একবার ছোটালেন কথার তুবড়ি। শিরোপাপ্রত্যাশী ক্লাবটির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পেছনে আর্জেন্টাইন মহাতারকা মেসির বড় দায় দেখছেন তিনি।

গত বুধবার রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলে হারা দলটি বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে পরাস্ত হয় ২-০ গোলে। ফলে তাদেরকে পেছনে ফেলে ৩-০ ব্যবধানে অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে নাম লেখায় জার্মান বুন্দেসলিগার শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য গত এক দশকের বেশি সময় ধরে উন্মুখ হয়ে থাকা পিএসজি সেই লক্ষ্য পূরণে গত ২০২১ সালে দলে টানে মেসিকে। কিন্তু বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডও ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের পথের দিশা দিতে পারেননি। টানা দ্বিতীয়বারের মতো তাদের অভিযান থেমেছে আসরের শেষ ষোলোতে।

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পিএসজির প্রতিনিধিত্ব করা রোথেন ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্তকে বলেন, প্রয়োজনের সময় মেসিকে খুঁজে পাওয়া যায় না, 'মেসি, আমরা এরকমটা চাই না! সে এই ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না! সে বলে যে সে এখন মানিয়ে নিয়েছে, কিন্তু তুমি কিসের সঙ্গে মানিয়ে নিয়েছ? সে এই বছর (নিচের সারির দল) অঁজি ও ক্লেরমন্তের বিপক্ষে ১৮ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছে? কিন্তু যে ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, সেখানে তুমি উধাও!'

সেখানেই না থেমে ফ্রান্সের হয়ে ১৩ ম্যাচ খেলা সাবেক এই ফুটবলার আরও কড়া মন্তব্য করেন, 'মজার ব্যাপার হলো আমরা বিশ্বকাপে তার খেলা দেখেছি, তার গতিবিধি দেখেছি, সে কীভাবে নিজেকে নিয়োজিত করেছে। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেহেতু জাতীয় দলের জার্সিতে খেলা, এটা একটা আলাদা জিনিস। কিন্তু জনাব, রাজধানীর (প্যারিস) ক্লাবটিকেও একটু সম্মান করো, যা তোমাকে একটি মর্যাদা ও (ভালো) বেতন বজায় রাখতে দিচ্ছে। আর শুধু পিএসজিই এসবের তাকে যোগান দিতে পারে এবং স্পষ্টতই, পিএসজি তার পায়ে পড়েছিল কারণ, তারা ভেবেছিল যে মেসি আমাদের (চ্যাম্পিয়ন্স লিগ) জেতাতে চলেছে। কিন্তু সে আমাদের কিছুই জেতাতে পারে না!'

মেসির সঙ্গে পিএসজি যদি চুক্তি নবায়ন করে, তাহলে আর হোম ভেন্যুতে গিয়ে ক্লাবটির খেলা না দেখার প্রত্যয় জানান রোথেন, 'যেহেতু আমি তার সমালোচনা করেছি, তাই আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এমনকি আর্জেন্টিনাতেও (মৌখিকভাবে) আক্রমণ করা হয়েছে। এখন আসুন, এই ম্যাচের পর আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। আমাকে এসে বুঝিয়ে দিন যে মেসি কীভাবে ভালো করেছে। আগামীকাল যদি আমি জানতে পারি যে সে (চুক্তির মেয়াদ) বাড়াচ্ছে, আমি আর পার্ক দে প্রিন্সেসে যাব না।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago