ক্যান্সার হাসপাতালের সহায়তায় নিলামে বিক্রি হলো এমিলিয়ানোর গ্লাভস

বিশ্বকাপ ফাইনালে যে গ্লাভস পরে ফ্রান্সের পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয় পাইয়ে দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, সেই গ্লাভস মানবিক কাজে নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি। শিশুদের ক্যান্সার হাসপাতালের সহায়তায় এমিলিয়ানোর গ্লাভস বিক্রি হয়েছে ৪৫ হাজার মার্কিন ডলারে।
আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইন্সটাগ্রামে জানায়, শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত হয় এই নিলাম। ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি তাতে অংশ নেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো। নিলাম থেকে পাওয়া ৪৫ হাজার মার্কিন ডলার পাবে গাররাহান হাসপাতাল, যেটি মূলত আর্জেন্টিনার শিশুদের প্রধান হাসপাতাল।
কাতারের দোহায় গত ডিসেম্বরে সবশেষ বিশ্বকাপের ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ধাপে নায়ক হন এমিলিয়ানো। অতিরিক্ত সময় পর্যন্ত আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াই ৩-৩ গোলে অমীমাংসিত থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানোর নৈপুণ্যে ৪-২ গোলে জিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।
নিলামে নিজের স্মরণীয় গ্লাভস বিক্রি করে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্যে তাতে রাজী হওয়ার কথা জানান এমিলিয়ানো, 'তারা যখন আমাকে বিশ্বকাপের গ্লাভস দান করতে প্রস্তাব দেন, আমি একদম দ্বিধা করিনি। কারণ, এটা বাচ্চাদের জন্য।'
গত ফেব্রুয়ারিতে গ্লাভস নিলামে তোলার ঘোষণার পর তাতে নিজের অটোগ্রাফ দিয়ে রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলা এমিলিয়ানো।
নিজের বিশেষ অর্জনের স্মারক নিলামে তোলার পেছনে মানবিক দিকটিই বেশি নাড়া দিয়েছে তাকে, 'বিশ্বকাপ ফাইনাল প্রতিদিন খেলা যায় না। এটা বিশেষ, কিন্তু বাড়িতে ফ্রেম করে বাঁধিয়ে রাখার চেয়ে এটা শিশুদের কাজে লাগলে সেটা অনেক বেশি কাজের হয়।'
Comments