জোড়া গোলে এমবাপের অধিনায়কত্বের অভিষেক

Kylian Mbappe
ছবি: রয়টার্স

অল্প বয়সেই ফ্রান্সের নেতৃত্ব পাওয়া কিলিয়ান এমবাপে দায়িত্বের ভার নিয়ে জ্বলে উঠলেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে করলেন জোড়া গোল। গোল পেলেন আঁতোয়ান গ্রিজম্যান, দায়দ উপেমেকানো। ফ্রান্সের কাছে রীতিমতো বিধ্বস্ত হলো নেদারল্যান্ডস।

প্যারিসে শুক্রবার রাতে ইউরো ২০২৪ বাছাইপর্বে ডাচদের ৪-০ গোলে ধরাশায়ী করা গত বিশ্বকাপের ফাইনালিষ্টরা। অসুস্থতার কারণে এদিন অবশ্য সেরা দল নামাতে পারেনি নেদারল্যান্ডস। প্রথম একাদশের পাঁচজনকে না পাওয়ার ঘাটতি বোঝা যায় মাঠেও।

খেলার শুরুতেই দলকে এগিয়ে নেন এমবাপের সঙ্গে নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে থাকা গ্রিজম্যান। খানিক পর ব্যবধান বাড়ান উপমেকানো। তৃতীয় ও চতুর্থ গোল করে পরে সব আলো নিজের দিকে কেড়ে নেন এমবাপে।

আক্রমণের স্রোত বইয়ে দেওয়া ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে তিনি বাড়ান কোলো মুয়ানির দিকে। মুয়ানির থেকে বল পান এমবাপে। এমবাপের বানিয়ে দেওয়া বলেই জাল খোঁজে নেন গ্রিজম্যান।

৮ মিনিটের সময় গোল বানিয়ে দেন গ্রিজম্যানই। ডান প্রান্ত দিয়ে বক্সে বল বাড়িয়েছিলেন । গোলরক্ষক তা ধরতে না পারায় ছুটে যাওয়া উপেমেকানোর শরীরে লেগে তা জালে জড়ায়।

২১ মিনিটেই ম্যাচ মোটামুটি শেষ করে দেন এমবাপে। আহেলিয়া চুয়ামেনির বাড়ানোর বল ধরে ফাঁকায় প্লেসিং শটে দলের তৃতীয় গোল এনে আনন্দে ভাসেন এমবাপে। নেদারল্যান্ডসের ম্যাচে ফেরার মনোবলই তখন ধসে যায়।

তিন গোলের লিড নিয়ে বিরতির পর কিছুটা সময় মন্থর ছিল খেলার গতি। মাঝে কিছু চেষ্টা চালায় ডাচরাও। সেসব আলোর মুখ দেখার অনেক আগেই বাধাগ্রস্ত হয়ে যায়। খেলার একদম অন্তিমে আবার ঝলক দেখান পিএসজি তারকা এমবাপে। ৮৮ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে আবার পেয়ে যান জালের দেখা।

সোমবার 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নামবে ফ্রান্স।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

21h ago