ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: রিয়াল মাদ্রিদ

ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম শোনা যাচ্ছে জোরেশোরে। লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে একাধিক প্রশ্ন ধেয়ে গেল তার দিকে। রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে থাকা আনচেলত্তি জানালেন, বর্তমান চুক্তির মেয়াদ শেষের আগে কোথাও যেতে চান না তিনি। তবে এরপর যে কোনো কিছুই ঘটতে পারে বলেও উল্লেখ করলেন তিনি।

২০২১ সালে দ্বিতীয় মেয়াদে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের কোচ হন আনচেলত্তি। সেসময় তিন বছরের জন্য চুক্তি হয় দুই পক্ষের মধ্যে। অর্থাৎ আগামী ২০২৪ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। তবে সম্প্রতি তার ব্রাজিলের কোচ হওয়া নিয়ে চলছে জোরালো গুঞ্জন। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায়ে তিতে পদত্যাগ করার পর থেকে তার উত্তরসূরির সন্ধানে আছে সেলেসাওরা।

গত কয়েক দিনে ব্রাজিলের বেশ কিছু ফুটবলার আনচেলত্তিকে নিয়ে কথা বলেন। সেই তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো ও এদারসনের মতো তারকা। এতে গুঞ্জন সত্যি হওয়ার ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।

জল্পনা-কল্পনার মাঝে গতকাল শনিবার রিয়ালে দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন আনচেলত্তি, 'এটা খুবই খোলামেলা একটি ইস্যু। আমি এই গুঞ্জনে অবাক হয়েছি। (তবে) আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি যে বিষয়টিতে আগ্রহী তা হলো, এই ক্লাবের প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা পালন করা। সবকিছু বেশ পরিষ্কার। যতদিন ক্লাব আমাকে রাখবে, আমি এখানে থাকব। আমরা খুব ভালো করছি এবং সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ), ভক্ত ও খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই। (ক্লাবে) স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে এবং কিছু শিরোপা জেতার চেষ্টা করার জন্য আমাদের হাতে আর দুই মাস সময় আছে।'

৬৩ বছর বয়সী ইতালিয়ান কোচ অবশ্য ভবিষ্যতে যে কোনো কিছুই ঘটার আভাস দিয়ে রাখেন, 'প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। আমার মতামত স্পষ্ট, আমার একটি চুক্তি আছে এবং আমি এটাকে সম্মান করতে চাই। একারণে নয় যে একটি লিখিত চুক্তি আছে, বরং আমি এই ক্লাবকে পছন্দ করি বলে। চুক্তি শেষ হওয়ার পরে যা ঘটতে পারে তা ভবিষ্যতের বিষয় এবং ভবিষ্যতে সব কিছুই সম্ভব।'

কিছু দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেস জানান, নতুন কোচ হিসেবে আনচেলত্তি তার প্রথম পছন্দ। এই মন্তব্য নিয়ে রিয়ালের কোচ বলেন, 'আমি আনন্দিত যে ব্রাজিল জাতীয় দল আমাকে চায়। তবে আমার একটি চুক্তিকে সম্মান করতে হবে যেটা আমি নিজেই চাই। আমি ব্রাজিল জাতীয় দলের সভাপতিকে চিনি না। তবে তার সঙ্গে দেখা করতে ও কুশল বিনিময় করতে চাই।'

Comments

The Daily Star  | English

Trump to decide on US action in Israel-Iran conflict within 2 weeks

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago