অবশেষে পুরস্কারের অর্থ নিয়েছেন সাবিনারা
'ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো... অক্টোবর মাসে চেক সই করা হয়েছে।' সাফ বিজয়ী নারী ফুটবলারদের পুরস্কার প্রসঙ্গে আগের দিন এমনটাই বলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবি প্রেসিডেন্টের সেই মন্তব্যের ২৪ ঘণ্টা পার না হতেই সেই পুরষ্কার নিয়েছেন নারী ফুটবলাররা।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক অধিনায়ক সালমা খাতুন এবং প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন সহ চার ফুটবলার আসেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে। সেখানেই পুরস্কার ৫০ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে ফুটবলারদের হাতে।
গত বছর সেপ্টেম্বরে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে বিপুল সংবর্ধনা পেয়েছিল তারা। বরণ করে নেওয়া হয়েছিল ছাদখোলা বাসে চড়িয়ে। তখনই বিসিবিসহ অনেক প্রতিষ্ঠান আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এমনকি ব্যক্তি পর্যায়েও অনেকে ঘোষণা দিয়েছিল।
তবে বিসিবির ঘোষণা দেওয়া টাকা নিয়ে তৈরি হয় জটিলতা। তাদের বিষয়টি জানেনা বলেই দাবি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বিসিবি জানায় অক্টোবরেই চেক তৈরি করে রেখেছিল তারা। কিন্তু বাফুফের কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
Comments