চ্যাম্পিয়ন্স লিগ

এখনই হাল ছাড়ছেন না বায়ার্ন কোচ

Thomas Tuchel

বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। তবে বায়ার্ন কোচ টমাস টুখেল দমে যাওয়ার পাত্র নন। পরের লেগে খেলা হবে জার্মানিতে বায়ার্নের মাঠে, কঠিন হলেও সেমির আশা তাই ছাড়ছেন না তিনি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলের ব্যবধানে হারায় ম্যানসিটি। রদ্রি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। তৃতীয় গোল করে নিজেকে রাঙান আর্লিং হালান্ড।

তিন গোলে এগিয়ে থাকায় সেমির পথ অনেকটাই এগিয়ে গেছে পেপ গার্দিওলার দল। বায়ার্ন কোচ টুখেল অবশ্য এভাবে ভাবছেন না, দ্বিতীয় লেগে নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার, 'আমরা মোটেও হাল ছাড়ছি না, লড়াই করব। পরের লেগ জার্মিতে, মানে ঘরের মাঠে খেলা। ওই ম্যাচ শেষের আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই।'

খেলার ফল একপেশে হলেও মাঠে লড়াই হয়েছে জম্পেশ। তাল মিলিয়ে খেলেছে বায়ার্নও। ফলটা তাই এদিক থেকে বেশ তিতা লাগছে বায়ার্নের। টুখেল তাই খেলোয়াড়দের স্কোরলাইনের দিকে তাকাতে মানা করেছেন, 'এই ম্যাচের ফলাফল নিয়ে ছেলেদের ভাবতে দিব না আমি। আমরা যেমন খেলেছি এই ফল প্রাপ্য ছিল না, স্কোরলাইন গোটা ম্যাচের ছবি দিতে পারছে না। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। এই ফলের পর সেই দিকগুলো আড়ালে পড়ে গেছে। আমরা সাহস নিয়ে খেলেছি, মানসম্পন্ন খেলেছি।'

'সবাই অবশ্য হতাশ। যেমন খেলেছি তাতে ৩-০ হওয়ার মতো ছিল না। এখন থেকে ঘুরে দাঁড়ানো অনেক বড় চ্যালেঞ্জ।'

আগামী ১৯ এপ্রিল দিবাগত রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

4h ago