বায়ার্নের ইতিহাস নয়, ওদের ১১ জনের সঙ্গে খেলব: গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখ। ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে তারা। অন্যদিকে এ শিরোপা কখনো স্পর্শ করে দেখার সৌভাগ্যই হয়নি ম্যানচেস্টার সিটির। ইতিহাসের দ্বৈরথে অনেকটাই পিছিয়ে সিটিজেনরা। প্রথম লেগের বড় জয়ও স্বস্তি দিতে পারছে না তাদের। তবে বায়ার্নের ইতিহাস মোটেও ভাবাচ্ছে না সিটি কোচ পেপ গার্দিওলাকে।
ইতিহাদে প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে সিটি। কিন্তু এই ব্যবধানের জয় যে সব কিছু নয় তা ভালো করেই জানেন গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর অনেক নজিরই রয়েছে। রয়েছে বায়ার্নেরও।
আজ বুধবার রাতেই ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচের আগে ঘুরে ফিরে উঠে আসছে বাভারিয়ানদের ইতিহাস। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে সিটি কোচ গার্দিওলা বলেন, 'তারা যা অর্জন করেছে আমরা তার বিপক্ষে খেলছি না, তবে এরকম কিছু থাকাটা অবশ্যই বিশেষ কিছু।'
লড়াইটা প্রতিপক্ষের ১১ জনের সঙ্গে হবে জানিয়ে বলেন, 'আমাদের রক্ষণাত্মক খেলতে হবে না - আমরা খেলতে পারি। আমরা এখানে একটাই ফুটবল খেলতে পারি, ১১ জনের বিপরীতে ১১ জন। এই নির্দিষ্ট ম্যাচে প্রতিপক্ষের চেয়ে ভালো করার চেষ্টা করব। আমাদের খেলেই জিততে হবে।'
সিটিতে যোগ দেওয়ার আগে এই বায়ার্নের কোচ ছিলেন গার্দিওলা। তাই তাদের মানসিকতা সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি, 'প্রতিযোগিতায় অন্যতম ঐতিহাসিক একটি দলের বিপক্ষে মিউনিখে ম্যাচটি জিততে আমাদের মনোযোগ দিতে হবে। আমি এখানে বায়ার্নে ছিলাম এবং আমি এই ক্লাবের মানসিকতা সম্পর্কে জানি। এটা প্রত্যেকের ত্বকেই রয়েছে এবং আমি জানি তারা বিশ্বাস করে যে তারা এটা করতে পারে।'
তবে নিজেদের উপরও বিশ্বাস রয়েছে গার্দিওলার, 'আমরাও বিশ্বাস করি (আমরাও এটা করতে পারি)। আপনি যখন এই ধরনের ক্লাবের বিপক্ষে অনুভূতি রাখতে হবে যে যাই ঘটুক না কেন আপনি এটি করতে পারেন। তাদের প্রতিযোগিতার ইতিহাস রয়েছে এবং আমরা তাতেই বেড়ে উঠছি।'
Comments