সেই ১৫ পয়েন্ট ফেরত পেল জুভেন্তাস

দল-বদলের চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল জুভেন্তাসের। যে কারণে সিরিআর শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়েছিল দলটি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ইতালিয়ান জায়ান্টরা। স্বস্তির খবর হারানো পয়েন্ট আপাতত ফিরে পেয়েছে তারা। তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ বেড়েছে তাদের।

শুক্রবার প্রায় তিন ঘণ্টা শুনানির পর এক রায়ে জুভেন্তাসের বিরুদ্ধে আনা অভিযোগের পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত। ফলে হারানো ১৫ পয়েন্ট ফিরে পেয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বর থেকে এক লাফে তিনে উঠে এল ওল্ড লেডিরা।

অনেক দিন থেকেই দলবদলসহ নানা অনিয়ম নিয়ে জুভেন্তাসে তদন্ত করে আসছিল তুরিনের একটি আদালত। তাদের সঙ্গে আরও ১০টি ক্লাব নিয়ে তদন্ত চলছিল। পরে জানুয়ারিতে এক শুনানিতে জুভেন্তাসের ৯ পয়েন্ট কেটে নেওয়ার আবেদন করেন ফুটবল প্রসিকিউটর। কিন্তু শুনানি শেষে তা আরও বাড়িয়ে ১৫ পয়েন্ট কেটে নেয় আদালত।

তবে অভিযোগ থেকে এখনও পরিত্রাণ পায়নি জুভেন্তাস। মামলা ফেরত পাঠানো হয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল আদালতে। এই আদালতই পয়েন্ট কেটে নিয়েছিল তুরিনদের। তখন ক্লাব সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিসহ সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত।

তবে ৩০ মাসের নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করে হেরে গেছেন সাবেক ফ্যাবিও পারাতিসি। আন্দ্রে আগনেল্লি, সাবেক চিফ এক্সিকিউটিভ মাউরিজিও আরিভাবেনে এবং স্পোর্টস ডিরেক্টর ফেদেরিকো চেরেবিনির নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে সাবেক খেলোয়াড় এবং পরিচালক পাভেল নেদভেদ, পাওলো গারিম্বের্তি এবং এনরিকো ভেল্লানোর আপিল গ্রহণ করা হয়েছে।

এদিকে পয়েন্ট ফিরে পাওয়ায় আরও জমে উঠল শীর্ষ চারের লড়াই। জুভেন্তাস তিনে আসায় সেরা চার থেকে ছিটকে গেছে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা দুই মিলান। ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট এখন জুভেন্তাসের। সমান ম্যাচে চারে থাকা রোমার সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৫৩ ও ৫১ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে আছে এসি মিলান ও ইন্টার মিলান।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago