বার্সেলোনায় যোগ দিচ্ছেন ফিরমিনো!

লিভারপুলের অধ্যায় শেষ, তা মৌসুমের মাঝেই ইয়ুর্গেন ক্লাপকে জানিয়ে দিয়েছিলেন রবার্তো ফিরমিনো। তখন থেকেই বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উড়ছে ফুটবল মহলে। আর এই গুঞ্জনই সত্যি হতে চলেছে বলে দাবি করেছে বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ফ্রি ট্রান্সফারে বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে এ ব্রাজিলিয়ান রাজী হয়েছেন বলে জানিয়েছে তারা।
শনিবার ডেইলি মেইল তাদের সংবাদে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে মৌখিক চুক্তি চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। জুনের পরই এ চুক্তি হতে পারে। আর তাদের এই তথ্য সত্যি হলে লিভারপুলের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি হতে যাচ্ছে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
আর্থিক টানাপোড়নের জন্য একজন ফ্রি এজেন্টদের উপরই নজর বার্সেলোনার। একজন ভালো মানের স্ট্রাইকারের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। বিকল্প স্ট্রাইকার পিয়েরে-অ্যামরিক অবামেয়াং ও মেমফিস ডিপাইকে বিক্রি করে দেওয়ায় রবার্ট লেভানদোভস্কি কোনো কারণে দলে না থাকলেই বিশেষজ্ঞ স্ট্রাইকার ছাড়া খেলতে হচ্ছে তাদের।
তবে ফিরমিনোকে ছাড়তে চান না লিভারপুল কোচ ক্লপ। এ ব্রাজিলিয়ান তার পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে লিভারপুলে স্ট্রাইকারদের আধিক্যের কারণে মূল একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। ডারউইন নুনেজের পর কোডি গাকপোকেও কিনেছে তারা।
২০১৫ সালে হফেনহ্যাম থেকে ২৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফিরমিনোকে কিনে আনে লিভারপুল। ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছে তিনি। সবমিলিয়ে রেডদের হয়ে ৩৬০ ম্যাচে অংশ নিয়ে দিয়েছেন ১০৯টি গোল।
Comments