এখনই ট্রেবল নিয়ে ভাবতে রাজী নন গার্দিওলা

শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি। আর আর্সেনালের একের পর এক হোঁচটে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা অসম্ভব নয়। চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে উঠেছে দলটি। তাই ট্রেবল জিতে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে তাদের। কিন্তু এখনই এ নিয়ে ভাবতে নারাজ সিটি কোচ পেপ গার্দিওলা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের তিনটি গোলই করেছেন রিয়াদ মাহরেজ। ১৯৫৮ সালের পর সিটির খেলোয়াড় হিসেবে ফের হ্যাটট্রিক করলেন তিনি।
শেফিল্ডের বিপক্ষে জয়ের পরই উঠে আসছে ট্রেবল প্রসঙ্গ। সব ঠিক থাকলে সামনে আর ১২টি ম্যাচ। ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ইতিহাস। দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এ কীর্তি গড়ার সামনে তারা। এর আগে সেই ১৯৯৮/৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে ইংলিশ ক্লাব হিসেবে রেড ডেভিলরা একমাত্র হলেও ইউরোপে বেশ কিছু ক্লাবই এ কীর্তি গড়েছে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখই করেছে দুইবার করে। এছাড়া আয়াক্স, পিএসভি আইন্দহোভেন, ইন্টার মিলানের মতো ক্লাব জিতেছে ট্রেবল। সেল্টিক তো ১৯৬৬/৬৭ সালে কোয়াড্রুপলও জিতেছে।
তবে এখনই ট্রেবল নিয়ে কোনো কথা বলতে চান না গার্দিওলা, 'আমরা এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ জেতার পর আমি এটা (ট্রেবল) সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আমরা ট্রেবল নিয়ে কথা বলতে শুরু করব। দেখুন এটি কত দূরে। আমরা এখনও অনেক দূরে, অনেক দূরে।'
আর ট্রেবল রোমাঞ্চে মোটেও গা ভাসাতে চান না এ স্প্যানিশ, 'এই অসাধারণ দেশে কতবার ট্রেবল হয়েছে? কত বছর? কত দল? এটা একটা। একবার। আমাদের প্রতিবেশীরা কত শতাব্দীতে এটা করেছে? আমি কি ট্রেবল নিয়ে রোমাঞ্চিত? মোটেও না।'
উল্লেখ্য, ২০১৮/১৯ সালে ঘরোয়া তিনটি শিরোপা -প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও এফএ কাপ জিতেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালে।
Comments