রোমাঞ্চকর ম্যাচ জিতেও রেফারির উপর খেপেছেন ক্লপ

ম্যাচের যোগ করা সময়ে যখন টটেনহ্যামের জার্সিতে নিজের প্রথম গোল করলেন রিচার্লিসন তখন স্তব্ধ অ্যানফিল্ড। ইউরোপিয়ান পর্যায়ে খেলার আশা ফিকে হয়ে আসছিল আরও। তখন দিয়াগো জোটার লক্ষ্যভেদ। পরতে পরতে রোমাঞ্চ জাগানো ম্যাচে এসে হাসি হাসে লিভারপুলই। কিন্তু তারপরও রেফারির উপর বেজায় খেপেছেন রেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ।
ঘরের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় রেডরা। কিন্তু এরপর তিনটি গোলই শোধ করে ম্যাচে ফিরে আসে স্পার্স। তবে শেষ গোল হজমের মিনিট খানেক না যেতেই ফের লিড নেয় লিভারপুল। যা পার্থক্য গড়ে দেয় ম্যাচের।
ম্যাচের এমন সময়ে জয়সূচক গোল পেলে স্বাভাবিকভাবেই নিজেকে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যায় যে কারো জন্য। ব্যতিক্রম ছিলেন না ক্লপও। রীতিমতো বুনো উদযাপন করেন। খ্যাপাটে দৌড়ে ছুটতে থাকেন। ফোর্থ অফিসিয়ালের সামনে উদযাপন করায় হলুদ কার্ডও দেখতে হয় তাকে।
মূলত টটেনহ্যামের তৃতীয় গোলটির আগে সালাহর বিপক্ষে আনা ফাউলের অভিযোগেই খেপেছেন ক্লপ, 'কিভাবে তারা মোহাম্মদ সালাহকে ফাউল দিতে পারে। টিয়ারনির সঙ্গে আমাদের ইতিহাস রয়েছে, আমি সত্যিই জানি না যে আমাদের বিরুদ্ধে তার কী আছে। তিনি বলেছেন কোনো সমস্যা নেই তবে এটি সত্য হতে পারে না।'
হলুদ কার্ড দেওয়ার সময় রেফারি তাকে বাজে কথা বলেছেন বলেও অভিযোগ করেন ক্লপ, 'সে আমাকে কিভাবে দেখছে, আমি বুঝতে পারছি না। ইংল্যান্ডে এসব পরিস্থিতি কাউকে পরিষ্কার করতে হয় না। এটা সত্যিই চতুর এবং বোঝা কঠিন। আমার উদযাপন অপ্রয়োজনীয় ছিল কিন্তু তিনি আমাকে হলুদ কার্ড দেওয়ার সময় আমাকে যা বলেছিলেন তা ঠিক নয়।'
Comments