বার্সেলোনার কাজ আরও সহজ করে দিচ্ছে রিয়াল

বার্সেলোনার কাজটা কঠিন করে দিতে মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষভাগে এসে উল্টো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ফের হেরেছে দলটি। তাতে শিরোপার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাতালানরা। আর একটি জয় পেলেই চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা। অথবা রিয়ালের একটি হারেও শিরোপা উল্লাসে মাতাতে পারে দলটি।

রিয়াল সোসিয়েদাদের মাঠে মঙ্গলবার রাতে স্বাগতিকদের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই তারা হজম করে দ্বিতীয়ার্ধে। বিরতির মাঠে নামার দুই মিনিটের মধ্যেই রিয়ালের জালে বল পাঠান তাদেরই সাবেক খেলোয়াড় তাকেফুসা কুবো। এরপর গোল শোধ তো দূরের কথা, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আরও একটি গোল খায় রিয়াল। ব‍্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে বারেনেটিয়া।

একই দিনে অপর ম্যাচে ন্যু ক্যাম্পে ওসাসুনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জমাট রক্ষণে কাতালানদের প্রায় আটকে দিয়েছিল সফরকারীরা। কিন্তু ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় জর্দি আলবার দেওয়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুগ্রানারা।

দুই জায়ান্ট দলের ভিন্ন ফলাফলে পয়েন্ট টেবিলে উলটপালট না হলেও ব্যবধান বাড়ল আরও। দুই দলের মধ্যে এখন পয়েন্টের পার্থক্য ১৪। বাকি রয়েছে আরও পাঁচ রাউন্ড। অর্থাৎ পরের রাউন্ডেই বিহিত হয়ে যেতে পারে লা লিগার। বার্সেলোনা জিতলে কিংবা রিয়াল মাদ্রিদ হারলেই শিরোপা যাবে কাতালান শহরে।

অবশ্য মৌসুমের দ্বিতীয় ভাগে এসে অবস্থা যা ছিল তাতে শিরোপা ধরে রাখা কঠিনই ছিল রিয়ালের। শেষ ছয় ম্যাচে তাদের তিন হারে তা যেন নিশ্চিত হওয়ার পথে। তবে বর্তমানে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। রানার্সআপও কঠিন হয়ে যাচ্ছে। কারণ তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে হয়েছে ২। ম্যাচও খেলেছে একটি কম।

৩৩ ম‍্যাচ শেষে ২৬ জয় ও ৩ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২। সমান ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৮ পয়েন্ট রিয়ালের। তাদের চেয়ে এক ম‍্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আজ বুধবার কাদিজের বিপক্ষে জিতলেই দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। ৩৩ ম‍্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে সোসিয়েদাদ।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago