মেসি চলে গেলে পিএসজির সঙ্গে ক্ষতি হবে লিগ ওয়ানেরও

ছবি: এএফপি

ক্ষমা চাওয়ায় কিছুটা নমনীয় হয়েছে পিএসজির সূর। মেসির চুক্তি নবায়নের কথা ফের ভাবছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত কি প্যারিসের ক্লাবটিতে থাকবেন লিওনেল মেসি? ফুটবল মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। তবে শেষ পর্যন্ত যদি মেসি চলেই যান তাহলে ক্ষতিটা বেশি হবে পিএসজিরই। একই সঙ্গে ক্ষতির মুখে পড়বে লিগ ওয়ানও।

সাম্প্রতিক সময়ে ক্লাবে তোপের মুখে পড়েছেন মেসি। অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করে পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। পড়েছেন সমর্থকদের তোপেও। অনেকেই তার ও সতীর্থ নেইমারের বাড়ির সামনে গিয়ে নানা কটূক্তি করেছেন। কিন্তু সেই সংখ্যাটা খুবই কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অধিকাংশ পিএসজি সমর্থকই চান প্যারিসেই থাকুক মেসি। কিন্তু বাস্তবতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ইএফই'র ক্রীড়া বিপণন বিশেষজ্ঞদের মতে, এই গ্রীষ্মে মেসির বিদায় নিলে আয়ে বড় প্রভাব পড়বে পিএসজির। আন্তর্জাতিক টিভি সত্ত্ব প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাবে এবং জার্সি বিক্রি কমপক্ষে ১০ শতাংশ হ্রাস পাবে ক্লাবটির। সবচেয়ে বড় ধাক্কাটা আসবে পৃষ্ঠপোষকের ক্ষেত্রে। অন্তত আটটি পৃষ্ঠপোষক হারাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাতে পিএসজির কোষাগারে নেতিবাচক প্রভাব তো পড়বেই, পড়বে লিগ ওয়ানেরও।

লিগ ওয়ানের বর্তমান আন্তর্জাতিক সম্প্রচারকারী, কাতারের বেইন স্পোর্টসের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। ফ্রান্সের বাইরে তাদের সম্প্রচার থেকে আয় ৮০ মিলিয়ন ইউরো। যা স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের (প্রতি মৌসুমে প্রায় ২ বিলিয়ন ইউরো) তুলনায় বেশ কম। মেসির কারণে নতুন চুক্তিতে বাড়তি আয় প্রত্যাশা ছিল তাদের। সেখানে উল্টো পরিস্থিতিতে পড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

ফ্রান্সের অন্যতম বিখ্যাত স্পোর্টস মার্কেটিং এক্সিকিউটিভ ভারগিলি সাইলেটের মতে, মেসি চলে যাওয়া পর ২০২৪ সালের পর আন্তর্জাতিক সত্ত্ব নিয়ে পুনরায় আলোচনা করার ক্ষেত্রে একটি প্রভাব থাকতে পারে। আরেক বিশেষজ্ঞ ভিনসেন্ট চৌডেল মনে করে করেন, মেসি স্প্যানিশ লা লিগায় যোগ দিলে ক্ষতিটা আরও বড় হবে লিগ ওয়ানের। আন্তর্জাতিক সত্ত্ব যা লিগ ওয়ানের দিকে ঝুঁকছিল তা পুনরায় স্প্যানিশ লিগে ফিরবে।

উল্লেখ্য, মেসিকে দলে টেনে গত মৌসুমে ৭০০ মিলিয়ন আয় করে পিএসজি। যা ২০১১ সালে নাসের আল খেলাইফির 'কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট' গ্রুপ ক্লাবটির মালিকানা কেনার পর ছিল সর্বোচ্চ। এমনকি নিজেদের ইতিহাসেরই সর্বোচ্চ আয় করে ক্লাবটি। চলতি মৌসুমে তা ছাড়িয়ে গিয়েছে বলেই ধারণা ফরাসি গণমাধ্যমে।

মেসি চুক্তি স্বাক্ষর করার সঙ্গেসঙ্গেই নতুন করে ১১টি পৃষ্ঠপোষক পায় পিএসজি। তাতে আয় বাড়ে ১৩ শতাংশ। বাড়ে টেলিভিশন সম্প্রচার থেকেও। বিজ্ঞাপন থেকে তো আয় হয় রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর বেশি। গত বছর দলটির জার্সি বিক্রি হয়েছে এক মিলিয়নেরও বেশি। যার ৬০ শতাংশই ছিল মেসির নাম ও নাম্বার সম্বলিত জার্সি। বাড়ে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে টিকিট বিক্রির হারও।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

3h ago