এমনটা তেভেজের সঙ্গে হলে উল্টো পিএসজিকেই ক্ষমা চাইতে হতো!

অন্য সব সময় দিনটা বন্ধই থাকতো পিএসজির খেলোয়াড়দের। কিন্তু এক দিন আগেই লরিয়েঁর বিপক্ষে হারায় বিশেষ অনুশীলন রেখেছিলেন কোচ গালতিয়ের। কিন্তু অন্যদিনের মতো বন্ধ ভেবে সৌদি আরবে ভ্রমণে যান লিওনেল মেসি। তাতেই যতো বিপত্তি। শেষ পর্যন্ত এরজন্য ক্ষমাও চান আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু মেসির জায়গায় থাকলে উল্টো পিএসজিকেই এরজন্য ক্ষমা চাইতে হতো বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।
মূলত অনুমতি না নিয়ে সৌদি আরবে ভ্রমণে যাওয়ায় শাস্তির মুখে পড়েন মেসি। কোচ কিংবা ফুটবল পরিচালক কেউর অনুমতি নেননি। যে কারণে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করে পিএসজি। যদিও মেসি ক্ষমা চাওয়ায় পরে শাস্তির পরিমাণ কমায় ক্লাবটি। কিন্তু বন্ধের দিন ভেবে অনেকেই ভিন্ন শিডিউল রাখতেই পারেন। যেমনটা রেখেছিলেন মেসি। তেভেজ তুলে ধরেছেন সেই বিষয়টিই। এমনটা তার সঙ্গে হলে ক্লাব ছেড়ে রোজারিওতে চলে যেতেন এ আর্জেন্টাইন।
মেসির বিষয়টি নিয়ে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি মনে করি মেসি আমাদের সকলকে নম্রতা শিখিয়েছে। আপনি যদি আমাকে বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে, আমার একদিন ছুটির সময় ভ্রমণে যাওয়ার জন্য আমাকে ক্ষমা চাইতে হবে? আমি রোজারিওতে ফিরে যাব এবং সেখানে মদ্যপান করতে থাকব। তাদের আমার কাছে ক্ষমা চাইতে হতো। কিন্তু মেসি, যে সবকিছুর আগে ক্লাবকে রাখে এবং আপনার তাকে কুর্নিশ জানাতে হবে।'
এছাড়া পিএসজির প্রতি আরও গুরুতর অভিযোগ এনেছেন তেভেজ। শুরু থেকেই মেসির সঙ্গে ক্লাবটি নানা অবিচার করে আসছেন বলে জানান তিনি, 'তারপর আমরা এমন একটি ক্লাব সম্পর্কে হাজার হাজার জিনিস বলতে পারি যারা সত্যিই তার (মেসির) যত্ন নেয়নি। সে আসার প্রথম মুহূর্ত থেকে, তারা তার দেখাশোনা করেনি। এটা এমনভাবেই হয়েছে।'
আর এমনটা ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নেওয়ার কারণেই হতে পারে বলে মনে করেন মেসির এই সাবেক সতীর্থ। পিএসজির অতীত মনে করিয়ে দিয়ে স্মৃতিচারণ করে আরও বলেন, 'এটা হয়তো বিশ্বকাপের জন্য কিংবা অন্য কিছুর জন্যও হতে পারে। কিন্তু আপনি একজন খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ করতে পারেন না যিনি পিএসজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আমি যখন ইউনাইটেড ছিলাম তখন পিএসজির বিপক্ষে খেলেছি এবং তারা তখন টেবিলের মাঝখানে ছিল।'
উল্লেখ্য, সেই ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে মেসি বলেন, 'আমি আমার ক্লাব সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম ম্যাচের পর সব সময়ের মতো ছুটি থাকবে। সৌদি আরবে এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল, পরে সেটা আর বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছিলাম। যা হয়েছে তার জন্য আমি আরও একবার ক্ষমা চাচ্ছি। এখানে আমি আছি, ক্লাব কি করে তা দেখার অপেক্ষায়।'
Comments