'এটা কষ্টদায়ক'- মেসিকে দুয়ো দেওয়া মানতে পারছেন না সতীর্থরাও

ছবি: এএফপি

তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অন্তত সেরাদের একজন তো বটেই। সেই মহাতারকা যখন খেলছেন পিএসজির হয়ে, তখন তাদেরই একদল সমর্থক দুয়ো দিচ্ছেন মেসিকে। আর্জেন্টাইন অধিনায়কের জন্য ব্যাপারটি স্বাভাবিকভাবেই কষ্টদায়ক। একই সঙ্গে কষ্টদায়ক তার সতীর্থদের জন্যও।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে আজাক্সিওর বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছে পিএসজি। দলের হয়ে জোড়া করেছেন কিলিয়ান এমবাপে। একবার করে জালের দেখা পেয়েছেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। গোলটি আত্মঘাতীর সুবাদে। সেখানে গোল কিংবা অ্যাসিস্ট কিছুই করতে পারেননি মেসি।

সবমিলিয়ে একটি বিবর্ণ রাতই কেটেছে মেসির। এই সকল বিষয়গুলো মানতে পারছেন না তার সতীর্থরাও। ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দানিলো বলেছেন, 'এটা কঠিন কারণ আমরা দেখছি আমাদের সতীর্থদের দুয়ো দেওয়া হচ্ছে। এটা কষ্টদায়ক; সে আমাদের সতীর্থ এবং আমরা সবাই একত্রিত। যদি আপনাকে দুয়ো দিতে হয় তাহলে পুরো দলকেই দিন। তবে ঠিক আছে; আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের চ্যাম্পিয়নশিপ রয়েছে যা আমাদের জিততে হবে এবং এটাই গুরুত্বপূর্ণ।'

আরেক পর্তুগিজ সতীর্থ রেনেতো সানচেজ বলেছেন, 'আমি মনে করি এটা সবার জন্যই এবং বিশেষ করে লিওনেলের জন্য কিছুটা জটিল কারণ কোনো খেলোয়াড়ই এই ধরনের মুহূর্ত মেনে নিতে পারে না। কিন্তু এটি এমন একটি পরিস্থিতি যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা তার জন্য একটু কঠিন। তবে এই পরিস্থিতি নিয়ে কথা বলা আমার উচিত নয়। সে পিএসজিতে থাকবে কি-না এটা তাকেই জিজ্ঞাসা করুন।'

পিএসজির সমর্থকদের কাছ থেকে অবশ্য আর্জেন্টাইন মহাতারকার এমন অভিজ্ঞতা পাওয়া এখন আর নতুন কিছু নয়। এর আগেও অনেক ম্যাচেই দেওয়া হয়েছে। মূলত বিশ্বকাপ থেকে ফেরার পরই সমর্থকদের রোষানলে পড়েন তিনি। এই আসরে খেলতে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি। তার উপর চুক্তি নবায়ন না মৌসুম শেষে ক্লাব ছাড়ার গুঞ্জনও চড়া। 

Comments

The Daily Star  | English

Jucsu election set for July 31 after 33-year gap

The first election to the Jahangirnagar University Central Students' Union (Jucsu) in 33 years will be held on July 31

2h ago