লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা

Barcelona

অনেকখানি এগিয়ে থাকায় এবার স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়া অনুমিতই ছিল। সেই পথে অনেকটা আনুষ্ঠানিকতা তারা সারল অনায়াসে। রবার্ট লেভানদোস্কির জোড়া গোলে এস্পানিওলকে উড়িয়ে তিন বছর পর লিগ শিরোপা জিতল জাভি হার্নান্দেজের দল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। দলের হয়ে বাকি দুই গোল করেন আলেহান্দ্রো বালদে ও জুল কুন্দে।

এতে করে ৩৪ ম্যাচে ২৭ জয় আর ৪ ড্রতে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল বার্সা। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে ক্লাবের চরম দুঃসময়ে জাভি নেন কোচের দায়িত্ব। খেলোয়াড় হিসেবে বার্সাকে অনেক সাফল্য এনে দেওয়ার নায়ক এবার কোচ হিসেবেও হলেন সফল। এই নিয়ে এটি লা লিগায় বার্সেলোনার ২৭তম ট্রফি।

আগের ২৬ শিরোপার মধ্যে সবশেষ ১০টিতেই ছিলেন ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসি। ১৯৯৯ সালের পর এই প্রথম মেসিকে ছাড়া শিরোপা জিতল তারা।

শিরোপা নিশ্চিতের মঞ্চে ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। বালদের পাস থেকে দারুণ টাচে গোল পেয়ে যান তিনি। ৯ মিনিট পর বা পায়ের ভলিতে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বালদে।

বিরতির আগেই আরেক গোল। ৪০ মিনিটের সময় প্রতি আক্রমণ থেকে বক্সে বল বাড়ান রাফিনিয়া। গোলরক্ষক জাজ করতে ভুল করলে ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লেভানদোভস্কি। বিরতির পর ডি ইয়ংয়ের বাড়ানো বল পেয়ে বক্সে হেডে দলের চতুর্থ গোল করেন কুন্দে।

৫৩ মিনিটে চার গোলে এগিয়ে গিয়ে খেলার উত্তাপ হাওয়া করে দেয় কাতালান ক্লাব। ৭৩ ও যোগ করা সময়ে দুই গোল শোধ দেয় এস্পানিওল। তবে তাতে বার্সেলোনার উৎসবে কোন প্রভাব পড়েনি।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago