র্যাশফোর্ড ও গার্সিয়াকে নিবন্ধন করিয়ে স্বস্তিতে বার্সেলোনা

নতুন মৌসুম (২০২৫-২৬) শুরু করার আগে স্বস্তি পেল লা লিগার শিরোপাধারী বার্সেলোনা। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড ও স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে পেরেছে ক্লাবটি। ফলে কাতালানদের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই তাদের।
মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগায় নিজের অভিযান শুরু করবে বার্সা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাতে ১১টা ৩০ মিনিটে। সেজন্য দুই নতুন ফুটবলার র্যাশফোর্ড ও গার্সিয়াকে রেখে স্কোয়াড ঘোষণা করা হয়েছে বার্সেলোনার ওয়েবসাইটে।
র্যাশফোর্ড গত মাসে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দিয়েছেন বার্সেলোনায়। আর গার্সিয়াকে গত জুনে লা লিগার আরেক ক্লাব এস্পানিয়ল থেকে দলে টানা হয়েছে। ছয় মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফলে আগামী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যুর দলটিতে থাকবেন তিনি।
লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতির কারণে ভীষণ আর্থিক জটিলতায় রয়েছে কাতালানরা। গত কয়েক মৌসুম ধরেই খেলোয়াড়দের নিবন্ধন করাতে হিমশিম খাচ্ছে দলটি। কারণ, নতুন খেলোয়াড় কেনা ও তাদের বেতন বাবদ আয়ের চেয়ে অনেক বেশি খরচ করেছে তারা।
নিবন্ধন সম্পন্ন হওয়ায় লা লিগার ওয়েবসাইটে র্যাশফোর্ড ও গার্সিয়ার প্রোফাইল এখন দেখা যাচ্ছে। যদিও স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ মার্তিন ও পোলিশ গোলরক্ষক ভয়চেখ শেজনির প্রোফাইল অনুপস্থিত। এতে ইঙ্গিত পাওয়া গেছে, একসঙ্গে সব খেলোয়াড়কে নিবন্ধন করাতে না পারায় ধাপে ধাপে নিবন্ধনের পথ বেছে নিয়েছে বার্সা।
গতকাল পর্যন্ত র্যাশফোর্ড ও গার্সিয়াকে পাওয়া নিশ্চিত ছিল না। এটা নিয়ে সংবাদ সম্মেলনে তীব্র ক্ষোভও প্রকাশ করেছিলেন বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক। তবে এদিন এক অনুষ্ঠানে দলটির সভাপতি হোয়ান লাপোর্তা অনিশ্চয়তা কেটে যাওয়ার খবর দেন। তারপর দলটির ওয়েবসাইটে তা নিশ্চিত করা হয়েছে।
ফ্লিক চাইলে র্যাশফোর্ড ও গার্সিয়াকে খেলাতে পারেন উল্লেখ করে লাপোর্তা বলেছিলেন, 'এই দুই খেলোয়াড়ের নিবন্ধন সারতে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বার্সেলোনা। এখন তারা লা লিগার চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে।'
চোটে ভুগছেন পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অধিনায়ক ও জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ফলে মায়োর্কার বিপক্ষে বার্সার শুরুর একাদশে থাকতে পারেন র্যাশফোর্ড। আর গোলপোস্টের নিচে গার্সিয়ার থাকা একরকম নিশ্চিত।
Comments