রোনালদোর ডান পা বেছে নেবেন হালান্ড

erling haaland and cristiano ronaldo

লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো এখনো এই বিতর্ক ফুটবল বিশ্বে বেশ রমরমা। এমনকি তারকা অনেক ফুটবলারও এই দুজনের বেলায় বিভক্ত হয়ে পড়েন। এই সময়ের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ডকেও ফেলা হয়েছিল এমন কঠিন প্রশ্নের ফাঁদে। তিনি কূটনৈতিক স্বরে উত্তর দিলেও রোনালদোর ডান পা বেছে নিয়েছেন।

ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার করেছেন ৩৬ গোল। সব আসর মিলিয়ে এই মৌসুমে ৫২ গোল করে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের রায়ে বছরের সেরা ফুটবলার হয়েছেন।

নরওয়েজিয়ান তারকাকে সম্প্রতি এক সাক্ষাতকারে মেসি-রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল। তিনি নিজের শক্তির ঘাটতি বিবেচনায় বেছে নিয়েছেন পর্তুগিজ মহাতারকাকে,  'কঠিন, আমি যেহেতু আমার বাম পা নিয়ে খুশি, আমি ক্রিস্তিয়ানোর ডান পা বেছে নিতে চাইব।'

মেসির মতই বাম পায়ে জোর বেশি হালান্ডের, বাম পায়েই আনেন সাফল্য। কিন্তু আরও দুর্ধর্ষ হতে রোনালদোর ক্ষিপ্র ডান পায়ের উপর লোভ তার।

হালান্ডকে আরেকটি কঠিন প্রশ্নের মাঝে ফেলা হয়েছিল। নরওয়ের হয়ে  বিশ্বকাপ জেতা নাকি ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল (মৌসুমে তিন বড় ট্রফি), কোনটা বেছে নিতে চাইবেন। এখানে বাস্তবতার নিরিখেই জবাব দিলেন ২২ পেরুনো ফরোয়ার্ড, 'নরওয়ের হয়ে বিশ্বকাপ জিততে পারা হবে বিশাল কিছু। কিন্তু এটা বাস্তব চিন্তা না। সেজন্য আমি ট্রেবলের দিকে যাব।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago