এবার বাফুফের ক্যাম্প ছাড়লেন আঁখি

ছবি: ফিরোজ আহমেদ

সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা ফুটবলার আঁখি খাতুন বাফুফের ক্যাম্প ছেড়েছেন। ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক চীনের একটি ক্রীড়া ইনস্টিটিউটে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

বয়সভিত্তিক ধাপগুলো পেরিয়ে বাংলাদেশের সিনিয়র নারী দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন আঁখি। তবে আরও দুদিন আগে তিনি বাফুফের ক্যাম্প ছেড়ে গেছেন। চীনে যাওয়ার ইচ্ছার কথা দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে ইতোমধ্যে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে আঁখি গণমাধ্যমকে বলেছেন, 'আমি এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছি। আমি স্মলি স্যারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি এবং আশা করছি, আমাকে অনুমতি দেওয়া হবে (চীনে যেতে দেওয়ার)। যদি না দেওয়া হয়, তাহলে আমি কী করব সেটা জানি না। তবে আমি সেখানে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।'

চীনে গিয়ে আঁখি কী কী করবেন সে ব্যাপারে অবশ্য বিস্তারিত জানাতে পারেননি। তবে তিনি পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন।

ক্যাম্প ছেড়ে চীনে পাড়ি দেওয়ার সিদ্ধান্তে আঁখির জাতীয় দলের ভবিষ্যৎ পড়েছে শঙ্কায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি চিরতরে ফুটবলকে বিদায় বলছি না। আমি বাফুফেকেও একেবারে বিদায় জানাচ্ছি না। আমি হয়তো ভবিষ্যতে ফিরে আসব।'

গুঞ্জন রয়েছে, এক টেনিস কোচকে বিয়ে করতে চীনে যাচ্ছেন আঁখি। বিষয়টি নিয়ে প্রশ্ন ছোঁড়া হলে তিনি সম্মতি জানাননি, আবার প্রত্যাখ্যানও করেননি।

Comments

The Daily Star  | English

Putin and Zelensky set for peace summit after Trump talks

Trump wrote on his Truth Social network that "everyone is very happy about the possibility of PEACE for Russia/Ukraine."

22m ago