আগামী সপ্তাহে বার্সাকে সিদ্ধান্ত জানাবেন মেসি

আর মাত্র একটি ম্যাচ। এরপরই পিএসজিতে শেষ হতে চলেছে লিওনেল মেসির অধ্যায়। এরপরই দলবদলের বাজারে উন্মুক্ত হয়ে যাবেন সময়ের সেরা এ তারকা। ফ্রি এজেন্ট হিসেবে মুফতে পাওয়া যাবে এই মহাতারকাকে। তাকে ফিরে পাওয়ার জন্য মুখিয়ে আছে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন অধিনায়কের চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে কাতালানদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ।
আগামীকাল শনিবার লিগা ওয়ানের ম্যাচে ক্লেমোঁর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এরমধ্যেই শিরোপা নিশ্চিত করে ফেলা ক্লাবটি এই ম্যাচ দিয়েই মেসিকে বিদায় জানাবে। যদিও প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি জুন মাসের শেষ পর্যন্ত। তবে মৌসুম শেষ হয়ে যাওয়ায় তখন আর কোনো বাঁধাই থাকছে না তার। ঠাণ্ডা মাথায় নিতে পারবেন সিদ্ধান্ত। যেমনটা শুরু থেকেই বলে আসছিলেন মেসি।
কিন্তু নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফিরে পেতে বার্সা সমর্থকদের তর যেন সইছে না। প্রতিটি আলোচনাতেই উঠে আসছে মেসি প্রসঙ্গ। সেলতা ভিগোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামার আগে কোচ জাভি হার্নান্দেজ সাক্ষাৎকার দিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম মুন্দো দিপার্তিভোকে। স্বাভাবিকভাবে এই সাক্ষাৎকারের বড় একটি অংশ ছিল মেসিকে নিয়েই।
সেখানে মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত মেসিকে একা ছেড়ে দেওয়ার অনুরোধই করেছেন জাভি, 'আমি এরমধ্যেই অনেকবার বলেছি, এখানে ওর জন্য দরজা খোলা রয়েছে। আমি কোচ এবং আমি জানি যে ও যদি এখানে আসে তবে ও আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি আমাদের ওকে একটু একা ছেড়ে দেওয়া উচিত।'
আর মৌসুম শেষে মেসির সিদ্ধান্ত কি হয় তা এমনিতেই জানা যাবে বলে জানান বার্সা কোচ, 'ও সেখানে মাত্রই মৌসুম শেষ করেছে। প্যারিস সেন্ট জার্মেইনের প্রতি ওর অনেক শ্রদ্ধা রয়েছে, সেরা ভাবেই ওই ক্লাবে শেষ করতে চায়। ওর চুক্তি শেষ হয়ে গেলে তারপর ও কোথায় ওর ক্যারিয়ার শেষ করবে তা পুরো বিশ্বই জানতে পারবে।'
আগামী সপ্তাহেই মেসি তার সিদ্ধান্ত নিবেন বলে জানান জাভি, 'ও আমাকে বলেছিল যে পরের সপ্তাহে ও একটি সিদ্ধান্ত নিবে। এখন আমাদের ওকে একা ছেড়ে দিতে হবে। যদি আমরা প্রতিদিন, প্রতিদিন লিও সম্পর্কে কথা বলি, আমি মনে করি তাতে কিছু যোগ হবে না। ও পরের সপ্তাহে সিদ্ধান্ত নিবে এবং এখন দুইশত অনুমান করা যাবে। শেষ পর্যন্ত, ও ওর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখানে (বার্সেলোনায়) দরজা খোলা, এতে কোনো সন্দেহ নেই।'
এদিকে মেসিকে পেতে মুখিয়ে আছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। দেওয়া হয়েছে লোভনীয় প্রস্তাব। তবে তার শীর্ষস্তরে আরও কিছুদিন খেলা উচিত বলে মনে করেন সাবেক সতীর্থ জাভি, 'আমি মনে করি যে ওর উচ্চ স্তরে খেলা চালিয়ে যাওয়া উচিত। ও যদি বার্সায় আসে, বেশিরভাগ কাতালানরা যা চায়, বিশেষ করে কোচ হিসেবে আমাদের দরজা খোলাই আছে। আমি নিশ্চিত যে ও সেরা সিদ্ধান্তটাই নিতে চলেছে।'
Comments