মায়ামি ও বার্সেলোনার মাঝে মেসি

'লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে পেলে খুব খুশি হব।' দুইদিন আগেই বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকের পর এমন কথা বলেছিলেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। কিন্তু ক্লাব থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবই পাননি আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে এরমধ্যেই একটি প্রস্তাব দিয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। আলোচনাও এগিয়েছে অনেকটাই!
বুধবার দ্য অ্যাথলেটিক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মায়ামির কাছ থেকে বার্ষিক ৫৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছেন মেসি। এছাড়া বেতনের পাশাপাশি এমএলএস ও অ্যাপলের কাছ থেকে এমএলএসের ব্রডকাস্টিং পার্টনার অ্যাপল টিভি প্লাসের পার্টনার হওয়ার প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রতিষ্ঠান দুটির মধ্যে ১০ বছরের জন্য আড়াই মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে। তাদের বিশ্বাস মেসি তাদের সঙ্গে যুক্ত হলে তাদের দর্শক ও সাবস্ক্রাইবার আরও বাড়বে।
সংবাদ অনুযায়ী, আল-হিলালের বিশাল অঙ্কের লোভনীয় প্রস্তাব এরমধ্যেই ফিরিয়ে দিয়েছেন মেসি। শীর্ষ পর্যায়ে আরও কিছু দিন খেলতে চান তিনি। মূলত বার্সাতে ফেরার ইচ্ছা তার। কিন্তু এখন তার সামনে কেবল দুটি বিকল্পই রয়েছে। একটি তার সাবেক ক্লাব বার্সেলোনা। অপরটি ইন্টার মায়ামি। কিন্তু বার্সেলোনা থেকে পর্যাপ্ত সাড়া পাচ্ছেন না তিনি। ফলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দ্বিধায় পড়েছেন মেসি।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সংবাদ অনুযায়ী, ফেরার প্রচণ্ড ইচ্ছা থাকলেও বার্সার কাছ থেকে এখন কোনো প্রস্তাব না পেয়ে কিছুটা বিরক্ত মেসি। অথচ আগের দিনই মেসির ব্যাপারে লা লিগার বেতনসীমা নীতির অনুমোদন পেয়েছে তারা। কিন্তু এখনও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে উঠতে পারেনি। পুরো বিষয়টি আরও জটিল হয়ে উঠছে বলেই জানিয়েছেন মেসির বাবা। বার্সা প্রেসিডেন্টের সঙ্গে আলাপ শেষে বলেন, 'পুরো বিষয়টিই যথেষ্ট জটিল, এটা নির্ভর করছে অনেক ইস্যুর ওপর। এসব পরিস্থিতিতে খানিকটা বিরক্ত।'
লা লিগার অনুমোদন পেলেও মেসিকে দলে টানতে বেশ কিছু বিষয়ের সমাধান করতে হবে বার্সাকে। কিছু খেলোয়াড় বিক্রি করে অর্থের জোগান বাড়াতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এ নিয়েও তেমন কোনো আলোচনা নেই তাদের। এরমধ্যে আর্জেন্টাইন সাংবাদিক হার্নান কাস্তিলোর জানিয়েছেন, শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতেই যাবেন মেসি। মেসির পরিবারও মায়ামিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী।
Comments