যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে

uruguay under 20

বড়দের ফুটবলে অনেকদিন বলার মতো কোন সাফল্য পায় না উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ জয়ী দল অবশেষে জুনিয়র ফুটবলে পেল আলোর দেখা। ইতালিকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে তারা। যুব পর্যায়ে এটি তাদের প্রথম মুকুট।

আর্জেন্টিনার লা প্লাতায় ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ফাইনালে তারা ইতালিকে হারিয়েছে ১-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোল করেন লুসিয়ানো রদ্রিগুয়েজ।

জমাট রক্ষণ রেখে দুই দলই পুরো ম্যাচে চালায় তুমুল লড়াই। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে গোলের দেখা পায় উরুগুয়ে। এই গোলই বাকিটা সময় ধরে রাখতে পেরেছে তারা।

ফিফার অনূর্ধ্ব-২০ আসরে সর্বশেষ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের কোন না কোন দল। ইউরোপের দলকে হারিয়েই সেই এই ধারা ভাঙা কাপ জিতল লাতিন আমেরিকার দল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন।

পুরো টুর্নেমেন্টে মাত্র তিন গোল হজম করে উরুগুয়ে, তিন গোলের সবগুলোই আবার গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে। আর কোন ম্যাচে গোল না খেয়ে শিরোপা জিতল তারা। তাদের রক্ষণই মূলত ছিল সবচেয়ে নজর কাড়া।

এবারের যুব বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। তবে ইসরাইলের অংশ নেওয়া নিয়ে দেশটিতে তৈরি হয় রাজনৈতিক সমস্যা। নিরাপত্তাজনিত কারণে পরে ফিফা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যায় আর্জেন্টিনায়। শুরুতে সুযোগ না পেলেও পরে স্বাগতিক হওয়ার সুবাদে সুযোগ পায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার কাছে হেরে বাদ পড়ে তারা। লাতিনের আরেক শক্তিশালী দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ইসরাইলের কাছে হেরে অঘটনের শিকার হয়।

ইসরাইলেই পরে সেমিত হারিয়ে ফাইনালে উঠে কাপও জিতল উরুগুয়ে।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

1h ago