আরও শিরোপা আসবে: স্প্যানিশ কোচ

সবশেষ দুটি বিশ্বকাপ থেকে টাই-ব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও একই পরিণতি দেখেছিল তারা। তবে সেই গেরো কাটিয়ে উঠল নেশন্স লিগের ফাইনালে। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে অবশেষে শিরোপা জিতে নিল লুইস দে লা ফুয়েন্তের দল। এবার অপেক্ষা আরও শিরোপার দিকে।

রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে রোববার রাতে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকে। ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন। ১১ বছর পর আরও একটি শিরোপা জিতে নিল তারা। সবশেষ ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল দলটি।

কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর স্পেনের দায়িত্ব ছাড়েন লুইস এনরিকে। তার জায়গায় দায়িত্ব নেন যুব দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তে। দুটি বয়সভিত্তিক দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বানানো এই কোচ সাত মাসের মাথায় ঘোচালেন শিরোপা-খরা। তাও আবার টাই-ব্রেকারে জিতে।

এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত ফুয়েন্তে, 'খেলোয়াড়েরা ধীরে ধীরে নিজেদের শীর্ষ পর্যায়ে নিয়ে গিয়েছে। জিততে জিততে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে। আমার মনে হয় ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ধারা ফিরে এসেছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা আরও শিরোপা জিততে পারি।'

শিষ্যদের ওপর পূর্ণ বিশ্বাস ছিল বলেই সাফল্য পেয়েছেন বলে মনে করেন এ কোচ, 'এই প্রজন্মের খেলোয়াড়েরা দুর্দান্ত। জানতাম, ওরা আমাকে হতাশ করবে না। আমরা পুরো সপ্তাহ খুব নির্ভার ছিলাম। অনুশীলন সেশনগুলোও উপভোগ করেছি।'

তবে শিরোপা না জিতলেও সন্তুষ্ট থাকতেন বলে জানান তিনি, 'আমরা ম্যাচটা আগেই জিততে পারতাম। তবে এটা (টাই-ব্রেকারে জয়) আরও বেশি মহাকাব্যিক। টাই-ব্রেকারের আগে ছেলেদের শান্ত থাকতে বলেছিলাম। কারণ, ওরা দুর্দান্ত খেলেছে। আজ (কাল) শিরোপা জিততে না পারলেও আমি সন্তুষ্ট থাকতাম। জিততে পেরে দলের সবাই খুব খুশি।'

Comments

The Daily Star  | English

Search committee to appoint honest, fearless EC members: cabinet secretary

The new Election Commission will be composed of "honest, fearless, and efficient individuals," Cabinet Secretary Dr Sheikh Abdur Rashid said today, following the inaugural meeting of the search committee chaired by Appellate Division Judge Justice Zubayer Rahman Chowdhury

1h ago