ইন্দোনেশিয়ার বিপক্ষে অনেক পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে

এশিয়া সফরে আজ সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এদিন মাঠে নামবেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। শুধু মেসিই নয়, দলের তারকা খেলোয়াড় অনেকেই খেলবেন না এই ম্যাচে। সব মিলিয়ে সাত থেকে আটটি পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
এরমধ্যেই দেশে ফিরে গেছেন অনেক খেলোয়াড়ই। মেসির সঙ্গে একই বিমানে ফিরেছেন আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। তবে তারা ছাড়াও সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
মূলত তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চান স্কালোনি। তাদের জায়গায় তাই দেখা যেতে পারে জেরেনিমো রুলি, লিওনার্দো বালের্দি, হার্মান পেজ্জেয়া, ফাকুন্দো মেদিনা, এজাকুয়েল পালাসিয়োস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, হুলিয়ান আলভারেজ ও আলেহান্দ্রো গার্নাচোদের।
আর এই তরুণদের নিয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ, 'কাল (আজ) আমাদের দলে সাত-আটটি পরিবর্তন আসবে। আমাদের খেলোয়াড়দের একটি নতুন প্রজন্ম রয়েছে যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাদের ২৩-২৪ বছর বয়সী খেলোয়াড় আছে যারা ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন, এমন মানসিকতা এবং জয়ের দর্শন যা সেই বয়সে আমারও ছিল না।'
তবে সব আলোচনা ওই মেসিকে নিয়ে। এই মহাতারকার জায়গায় কে খেলবেন জানতে চাইলে স্কালোনি বলেন, 'মেসির জায়গায় কে খেলবে? এক অর্থে কেউ না, কারণ মেসির কোনো বিকল্প হয় না। আমরা সবাই মিলে চেষ্টা করব যেন মেসির অভাবটা বোঝা না যায়।'
ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরেনিমো রুলি, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, হার্মান পেজ্জেয়া/ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, এজাকুয়েল পালাসিয়োস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, হুলিয়ান আলভারেজ ও আলেহান্দ্রো গার্নাচো/নিকোলাস গঞ্জালেস।
Comments