আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত
চলতি মাসে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। একটি চীনে, আরেকটি ইন্দোনেশিয়াতে। তবে পরিস্থিতি ভিন্ন হলে ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারত লিওনেল মেসিদের। কিন্তু আর্থিক কারণে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রস্তাব ফিরিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন।
জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে দুটি ম্যাচের সূচি ছিল আর্জেন্টিনার। তারা খুব করে চেয়েছিল দক্ষিণ এশিয়ায় সেগুলো খেলতে। কারণ বিশ্বের এই অঞ্চলটিতে তাদের রয়েছে প্রচুর ভক্ত-সমর্থক। তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে আলবিসেলেস্তেরা প্রস্তাব দিয়েছিল একটি প্রীতি ম্যাচ আয়োজনের। কিন্তু সেটা গ্রহণ করতে পারেনি ভারত। কেননা প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থের যোগান নিশ্চিত করতে পারেনি তারা।
গতকাল সোমবার এআইএফএফের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, 'আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রীতি ম্যাচের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এত বিশাল পরিমাণ অর্থ যোগাড় করা সম্ভব হয়নি।'
তিনি যোগ করেন, 'এখানে (ভারতে) এই ধরনের একটি ম্যাচ আয়োজনের জন্য আমাদের শক্তিশালী কোনো পৃষ্ঠপোষকের সহায়তা দরকার হয়। (অংশগ্রহণের ফি হিসেবে) আর্জেন্টিনা যে পরিমাণ অর্থ দাবি করছিল তা বিশাল। আর এখানকার ফুটবলের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিলে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে।'
এআইএফএফের সঙ্গে আলোচনায় এএফএর প্রতিনিধিত্ব করেছিলেন তাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান পাবলো হোয়াকিন দিয়াজ। গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর্জেন্টিনা দলের চাহিদা ভীষণ বেড়েছে। প্রতি ম্যাচের জন্য ফি হিসেবে ৪ থেকে ৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩২ থেকে ৪০ কোটি রুপি) নিচ্ছে তারা।
জুনে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়েও আলোচনা ছিল। সেজন্য প্রাথমিক কাজও এগিয়ে নেওয়া হয়েছিল। তবে মাঠ সংকটের কারণে সেই মহা পরিকল্পনা থেকে সরে আসতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। মেসির নেতৃত্বে অবশ্য ২০১১ সালে আর্জেন্টিনা খেলে গেছে বাংলাদেশের মাটিতে।
গত বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচে জাল খুঁজে পেয়েছিলেন মহাতারকা মেসি। তবে তিন দিন পর জার্কাতায় অনুষ্ঠিত লড়াইয়ে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক। তাকে ছাড়াও ২-০ ব্যবধানেই জেতে বিশ্বকাপের তিনবারের শিরোপাধারীরা।
Comments