খুব শীঘ্রই কোচিংয়ে ফিরব: জিদান
যেখানে একটি শিরোপার জন্য মরিয়া হয়ে থাকেন কোচেরা সেখানে আড়াই বছরের কোচিং ক্যারিয়ারে তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এমন ঈর্ষনীয় সাফল্যের পরও গত দুই বছর ধরে কোচিংয়ের বাইরে রয়েছেন জিনেদিন জিদান। তবে খুব শীগগিরই ফের কোচিংয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই ফরাসি কোচ।
তবে জিদানের কোচ হওয়া নিয়ে গুঞ্জন থেমে নেই। বিভিন্ন ক্লাবের সঙ্গে বিভিন্ন সময়ই নাম উঠেছে। পিএসজি তো অনেক থেকেই তাকে পেতে মুখিয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে জুভেন্তাসে কোচ হওয়ার গুঞ্জনও চড়া। মাসসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। নাপোলিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছিল।
তবে যে ক্লাবের দায়িত্ব নেন না কেন তা খুব শীগগিরই হতে যাচ্ছে বলে জানান জিদান। সম্প্রতি ফরাসি ব্রডকাস্টার টেলিফুটে দেওয়া এক সাক্ষাৎকারে এ কিংবদন্তি বলেছেন, 'আমি আশা করছি খুব শীঘ্রই কোচিংয়ে ফিরব। আমি এই রোমাঞ্চ মিস করি কি-না? অবশ্যই, আমার এইটা দরকার। আমি সম্ভবত দুই বছর ধরে এর বাইরে রয়েছি, তবে হবে।'
তবে এতো লম্বা সময় ফুটবলের বাইরে থাকার কারণ জানতে চাইলে বলেন, 'আপনি যখন এটা পছন্দ করেন তখন আপনি ফুটবল ছাড়া থাকতে পারবেন না। আপনি যদি আবেগপ্রবণ হন, তাহলে আবেগ অটুট থাকে। এমন কিছু সময় আছে যখন আপনি আরও রিলাক্স হবেন। আমার সেটাও দরকার।'
'কোনো কিছুই নিষিদ্ধ করা উচিত নয়। আপনি জিনিসগুলো অনুভব করতে হবে, চাইতে হবে। আমি জানি আমি কি চাই আর কি চাই না। আমি শুধু নিজেকে বলি, যদি বিরতি থাকে তবে থাক, যা আসে তা মেনে নিতে হবে এবং পরে দেখা যাবে,' ফ্রান্সে কোচিং করানোর সম্ভাবনা নিয়ে আরও বলেন জিদান।
উল্লেখ্য, ইতালিয়ান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বার্ষিক ৭ মিলিয়ন ইউরো বেতনে জুভেন্তাসের কোচ হতে যাচ্ছেন জিদান। চুক্তি হতে পারে দুই বছরের জন্য।
Comments