এবার ইনিয়েস্তায় নজর ইন্টার মায়ামির

দীর্ঘদিনের চেষ্টার পর লিওনেল মেসিকে নিশ্চিত করতে পেরেছে ইন্টার মায়ামি। মেসির সাবেক সতীর্থ সের্জিও বুসকেতসকেও দলে টেনেছে তারা। আলোচনা চলছে আরেক সতীর্থ জর্দি আলবার সঙ্গে। এবার তাদের সঙ্গে ইনিয়েস্তাকেও চায় মেজর সকার লিগের ক্লাবটি।
কাতালুনিয়ার রেডিও ষ্টেশন আরএসিওয়ানের সংবাদ অনুযায়ী, ইনিয়েস্তাকে পছন্দ ইন্টার মায়ামির নতুন কোচ টাটা মার্টিনোর। কদিন আগেই জাপানি ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানিয়েছেন লা মাঞ্চের এই মিডফিল্ডার। তবে এখনও খেলা চালিয়ে যেতে চান ৩৯ বছর বয়সী এ তারকা।
মেসির বার্সায় ফেরার গুঞ্জন চলাকালীন সময়ে ইনিয়েস্তারও এই ক্লাবে ফেরার বিষয়টি ছিল আলোচনায়। তখনই এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে ফের খেলতে পারার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এ স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনায় না হলেও ফের মেসির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার সুযোগ পাচ্ছেন এই তারকা। বার্সেলোনায় একত্রে ৪৮৮টি ম্যাচ খেলেছেন মেসি ও ইনিয়েস্তা।
এদিকে ইনিয়েস্তার সামনে সৌদি আরবের লোভনীয় প্রস্তাবও রয়েছে। বিবেচনা করছেন সেই প্রস্তাবও। তার মতো ভবিষ্যৎ নিয়ে ভাবছেন জর্দি আলবাও। আগামী কয়েকদিনের মধ্যেই এই দুই তারকা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলে জানিয়েছে আরএসিওয়ান।
বার্সেলোনায় ১৬ টি সফল মৌসুম কাটানোর পর ২০১৮ সালে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন ইনিয়েস্তা। সেখানে সফলতার সঙ্গে খেললেও সাম্প্রতিক সময়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন। সবশেষ ১৮ ম্যাচে খেলতে পেরেছিলেন কেবল ৯৪ মিনিট।
Comments