এমএলএস থেকে সৌদি লিগ ভালো: রোনালদো
বয়স ৩৮ পেরিয়েছে, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবু প্রায়ই তার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার গুঞ্জন শোনা যায়। এমন গুঞ্জন এবার একেবারেই উড়িয়ে দিলেন রোনালদো। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের চেয়ে সৌদি প্রো লিগকে এগিয়ে রাখছেন এই তারকা।
গত বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে পাড়ি জমান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। আল-নাসেরে দুই বছরের চুক্তির পর কি আর ফিরবেন ইউরোপে? সেল্টা ভিগোর বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচ শেষে রোনালদো জানান তার ইউরোপে ফেরার কোন সম্ভাবনাই নেই, 'একশভাগ নিশ্চিত আমি আর ইউরোপের কোন ক্লাবে ফিরব না। আমার এখন ৩৮ বছর বয়স।'
নিজের ইউরোপে না ফেরার সঙ্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মান পড়ে যাওয়ার কথাও জানিয়েছেন রোনালদো, 'ইউরোপিয়ান ফুটবল অনেক মান হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত একমাত্র যেটা ভালো করছে সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তারা অন্য লিগগুলো থেকে অনেক এগিয়ে।'
রোনালদোর মতন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে গেছেন তার দীর্ঘদিনের প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। পিএসজি ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) হয়েছে তার ঠিকানা। ইন্টার মায়ামিতে চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে মেসির।
মেসি সেখানে গেলেও রোনালদোর কাছে এমএলএসের চেয়ে সৌদি লিগের মান বেশি ভালো মনে হচ্ছে, 'সৌদি আরবের লিগ এমএলএস থেকে ভালো। এখন সব খেলোয়াড়রা আছে। এক বছরের মধ্যে আরও সেরা খেলোয়াড়রা সৌদিতে আসবে।'
সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি লিগে যোগ ব্যালন ডি অ'র জয়ী তারকা করিম বেনজেমা। চেলসি ছেড়ে গেছেন এনগোলো কান্তে। দুজনেই খেলবেন আল-ইত্তিহাদে।
Comments