'ব্রাজিলের বিষয়ে কখনোই কথা বলব না, আমি রিয়াল মাদ্রিদের কোচ'
আগামী বছর ব্রাজিল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গুঞ্জন আকারে উড়লেও চলতি মাসের শুরুতেই নিশ্চিত হয় সংবাদটি। এরপর এবারই প্রথম সংবাদ সম্মেলনে আসেন এই ইতালিয়ান কোচ। স্বাভাবিকভাবেই উঠে আসে ব্রাজিল প্রসঙ্গ। তাতে বেজায় খেপেছেন তিনি। এমনকি সেলেসাওদের প্রসঙ্গে কখনোই কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন রিয়াল মাদ্রিদ কোচ।
প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয় ব্রাজিল দল প্রসঙ্গে। উত্তরে এ কোচ বলেন, 'কি হতে যাচ্ছে না যাচ্ছে, আমি কখনোই ব্রাজিলের বিষয়ে কথা বলব না।'
চলতি মাসের শুরুতেই আগামী কোপা আমেরিকা থেকে আনচেলত্তির ব্রাজিল ফুটবল দলের কোচ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন স্বয়ং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। কিন্তু এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি এ ইতালিয়ান।
তার সম্পূর্ণ মনোযোগ রিয়াল মাদ্রিদের আসন্ন মৌসুমের দিকে জানিয়ে বলেছেন, 'আমি রিয়াল মাদ্রিদের কোচ এবং আমি এখানেই থাকছি। আমি এই বিষয়টি (ব্রাজিলের কোচ হওয়া) নিয়ে আর কখনও কথা বলব না। রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে।'
শুধু ব্রাজিল দল নয়, রিয়াল মাদ্রিদের রাডারে থাকা কিলিয়ান এমবাপেকে নিয়েও কোনো মন্তব্য করতে রাজী হননি আনচেলত্তি, 'এমন একজন খেলোয়াড় যে মাদ্রিদে নেই। এখানে নেই এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলা আমার কাছে ঠিক মনে হয় না।'
সংবাদ সম্মেলন শেষে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রিয়াল মাদ্রিদের প্রথম দলের অনুশীলনের নেতৃত্ব দিয়েছেন আনচেলত্তি। ২৬ জুলাই হিউস্টনে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। এরপর টেক্সাসে যাত্রা করে ২৯ জুলাই ডালাসে বার্সেলোনার বিপক্ষে লড়বে দলটি। স্পেনে ফেরার আগে ফ্লোরিডার অরল্যান্ডোতে ২ আগস্ট জুভেন্টাসের মুখোমুখি হবে মাদ্রিদ।
Comments