নতুন মৌসুমে আরও ভালো হবেন হালান্ড, বললেন গার্দিওলা
সতীর্থরা সবাই যখন অনুশীলনে যোগ দিয়েছেন তখনও খোশ মেজাজে ছুটি কাটাচ্ছিলেন আর্লিং হালান্ড। কিছুটা বাড়তি ছুটি পেয়েছিলেন দল থেকে। অবে ছুটি কাটিয়ে গত মৌসুমের মতো দারুণ ছন্দ নিয়েই ফিরেছেন তিনি। এ মৌসুমে তাই এ নরওয়েজিয়ান আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে আগের দিন জাপানের ইউকোহামা মারিনোসের বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন হালান্ড।
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজের বদলি নামেন হালান্ড। সাত মিনিট যেতেই জাল খুঁজে পান তিনি। এরপর ম্যাচের যোগ করা সময় করেন আরও একটি।
গত বছরের তুলনায় এ বছর তাকে আরও চনমনে দেখে দারুণ উচ্ছ্বসিত কোচ গার্দিওলা, 'সে যখন এসেছিল এখন তারচেয়ে অনেক বেশি ফিট। সে দেখতে ভালো, কিন্তু সে এখনও তার সেরা থেকে অনেক দূরে, অন্য সবার মতো।'
সিটির হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৫২টি গোল। এরমধ্যে ৩৬টি ছিল প্রিমিয়ার লিগে। তবে মৌসুমের শেষ দিকে জালের দেখা পাননি। সেই খরা মৌসুমের শুরুতেই কাটিয়ে ওঠায় দারুণ খুশি সিটি কোচ।
'ওর জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল গোল করা কারণ গত মৌসুমের শেষ দিকে ও গোল করতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছন্দ ফিরে পাওয়া। এ নিয়ে আমরা কাজ করছি। আমরা ওকে চিনি এবং কয়েক সপ্তাহের মধ্যে আমরা আরও ভালো অবস্থায় থাকব,' বলেন গার্দিওলা।
Comments