মেসি খুশি থাকলেই আমরা খুশি: বার্সেলোনা সভাপতি

messi and laporta
ফাইল ছবি

জোর গুঞ্জন থাকলেও লিওনেল মেসি পুরনো ঠিকানা বার্সেলোনায় ফেরেননি। যদিও হোয়ান লাপোর্তা আবার দাবি করলেন, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে দলে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। তবে সেই বহুল আকাঙ্ক্ষিত দলবদলের সম্ভাবনা ভেস্তে গেলেও ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসির আনন্দে থাকাকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন বার্সা সভাপতি।

গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) দল মায়ামির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মেসি। দুই বছরের চুক্তিতে আগামী ২০২৫ সাল পর্যন্ত সেখানে থাকবেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি। মেসি অবশ্য গত জুন মাসেই জানিয়েছিলেন, পিএসজি অধ্যায়ের অবসানের পর আমেরিকায় পাড়ি জমাতে যাচ্ছেন তিনি।

মেসির বার্সায় না ফিরে মায়ামিতে যাওয়া নিয়ে বেশ কয়েক দফা মুখ খুলেছেন লাপোর্তা। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ফের তিনি জানিয়েছেন, তাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না, 'আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব ছিল তা আমরা করেছিলাম। আমরা সবকিছু প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের প্রতিকূল পরিস্থিতি সামলাতে আমাদের কিছু সময় দরকার ছিল। শেষ পর্যন্ত আমরা লা লিগার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছিলাম যেটা আমাদেরকে অনুমোদন দিয়েছিল তাকে দলে নেওয়ার জন্য।'

মায়ামিকে বেছে নেওয়ার ঘোষণা দেওয়ার সময় মেসি বলেছিলেন, বার্সেলোনার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। বার্সা সভাপতি এবার বলেছেন, মেসির চাওয়াই ছিল ভিন্ন, 'সে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা তাকে সম্মান করি। উদ্ভূত পরিস্থিতির কারণে সে আমাদেরকে বলেছিল যে এটাই তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে। এছাড়া, মায়ামি ও যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য সে অনেক কিছু নিয়ে আসতে পারে।'

লাপোর্তার মতে, মেসি যেখানেই থাকুন না কেন, সেখানে আনন্দে থাকলে বার্সা সংশ্লিষ্টদেরও একই অনুভূতি হবে, 'মেসি খুশি থাকলেই আমরা খুশি। মেসির পাশাপাশি (সার্জিও) বুসকেতস, (জর্দি) আলবা আছে (মায়ামিতে)। লুইস সুয়ারেজ আর আন্দ্রেস ইনিয়েস্তাও হয়তো যোগ দিতে পারে। সেক্ষেত্রে সে এমন একটি দল পাবে যারা দুর্দান্ত মানের এবং বিশ্ব ফুটবলে সবকিছু অর্জন করেছে।'

ভবিষ্যতে মেসির ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা নিয়ে তার ভাষ্য, 'বার্সা সব সময়ই মেসির বাড়ি হিসেবে থাকবে এবং সময় এলে আমরা সেটার প্রমাণ দেখতে পাব। (তার ফেরাটা) অনেক কিছুর ওপর নির্ভর করবে, সে ফিরতে চায় কিনা এবং পরিস্থিতি উপযুক্ত আছে কিনা।'

Comments

The Daily Star  | English

Fakhrul welcomes election timeline set by interim govt

This meeting has truly become a turning point, says the BNP spokesperson

36m ago