কেইনের জন্য বায়ার্নের প্রস্তাবে রাজী টটেনহ্যাম

চলতি মৌসুম শুরুর আগে থেকেই ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে দলে টানার জন্য হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তার জন্য একের পর এক প্রস্তাব দিয়েছে ক্লাবটি। কিন্তু বরাবরই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টটেনহ্যাম হটস্পার্স। তবে অবশেষে বাভারিয়ানদের প্রস্তাবে রাজী হয়েছে স্পার্স। এখন অপেক্ষা কেবল কেইনের ইতিবাচক সাড়ার।

জার্মান ও বৃটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, কেইনের জন্য টটেনহ্যামের সঙ্গে একটি চুক্তিতে একমত হয়েছে বায়ার্ন। আনুমানিক ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনে নিয়েছে ইংলিশ ক্লাবটি। এর আগে আরও তিন দফা প্রস্তাব দিয়েছিল বাভারিয়ানরা। চুক্তিটি হলে এটা হবে বুন্ডেসলিগার ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার।

তবে জার্মান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, দুই পক্ষে মেনে নিলেও এখনও কেইনের কাছ থেকে স্বীকৃতি পায়নি তারা। বিষয়টি এখন সম্পূর্ণ খেলোয়াড়ের কোর্টে। এছাড়া ক্লাবদুটি চুক্তির প্রস্তুতি নিলেও খেলোয়াড়কে এখনও মিউনিখে শারীরিক পরীক্ষায় পাস করতে হবে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম।

রবার্ট লেভানদোভস্কি দল ছাড়ার পর সে অর্থে কোনো তারকা স্ট্রাইকারকে দলভুক্ত কোর্টে পারেনি বাভারিয়ানরা। গত ১১টি মৌসুমে টানা লিগ শিরোপা যেটা দলটি তাই কেইনকে আনতে মরিয়া হয়ে উঠেছে। মূলত তাদের আক্রমণভাগকে শক্তিশালী কোর্টে এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইকে আরও একবার জোরদার করতে চায় তারা।

বয়সভিত্তিক দল থেকে উঠে এসে ২০১১ সালে টটেনহ্যামের মূল দলে যোগ দেন কেইন। এরপর টানা চার মৌসুম অবশ্য ধারে খেলেছেন বিভিন্ন ক্লাবে। ২০১৩ সাল স্থায়ী হন স্পার্সে। এরপর টানা ১০ মৌসুম খেলে এরমধ্যেই হয়েছেন টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে এখনও কোনো শিরোপা মুখ দেখেননি এই ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank governor Ahsan H Mansur's remarks

Bangladesh in ‘intensive discussion’ with UK to recover laundered money: BB governor

Mansur said Bangladesh had requested mutual legal assistance from several countries, including the UK

2h ago