চোটে পড়েছেন কোর্তুয়া, পুরো মৌসুমে থাকতে হতে পারে মাঠের বাইরে

মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চোটে পড়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ধারণা করা হচ্ছে অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছে তার। ফলে মৌসুমের বাকি অংশ পুরোটাই মিস করতে পারেন এই গোলরক্ষক।

বৃহস্পতিবার দলের অনুশীলন সেশনে চোট পান কোর্তুয়া। প্রাথমিকভাবে ক্লাবের চিকিতিসকরা ধারণা করছেন এসিএল ক্ষতিগ্রস্ত হয়েছে তার। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন এই গোলরক্ষক।

এই চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে কোর্তুয়াকে। সবকিছু খুব ভালো মতো চললেও আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ধারণা করা হচ্ছে এই মৌসুমে আর মাঠে পাওয়া যাবে না তাকে।

তবে ধাক্কা শুধু মাত্র রিয়ালের জন্যই নয়, বেলজিয়ামের জন্যও বড় দুঃসংবাদ। আঘাত গুরুতর হলে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তাকে পাওয়া নিয়ে থাকবে শঙ্কা। এছাড়া এই আসরের জন্য বাছাই পর্বেও দ্বিতীয় স্থানে আছে দলটি। এক ম্যাচ কম খেলে অস্ট্রিয়ার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে রেড ডেভিলরা।

আঘাতের স্থানের ফোলা কমলে এমআরআই করানো হবে কোর্তুয়ার। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার চোটের মাত্রা নিয়ে। তার অনুপস্থিতিতে দলের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন মূল একাদশের জন্য বিবেচিত হতে পারেন। তবে এই মৌসুমেই ইউক্রেনীয় গোলরক্ষক ক্লাব ছাড়বেন বলে আশা করা হয়েছিল। কোর্তুয়ার ইনজুরিতে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে ক্লাবটির।

এছাড়া গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোও চলমান। তাই একজন বিকল্প গোলরক্ষকের সন্ধানও করতে পারে রিয়াল। তবে অ্যাথলেটিক বিলবাও ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে সময় রয়েছে মাত্র দুই দিন। 

২০১৮ সালে চেলসি থেকে আসার পর থেকে রিয়ালের অন্যতম আস্থার নাম ৩১ বছর বয়সী কোর্তুয়া। স্প্যানিশ ক্লাবটির হয়ে এরমধ্যেই খেলেছেন ২৩০টি ম্যাচ। এ সময়ে তারচেয়ে বেশি ম্যাচ খেলেননি রিয়ালের আর কেউই। দুটি লা লিগা শিরোপার সঙ্গে একটি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

43m ago