এমবাপেকে মূল দলে ফেরানোর ঘোষণা পিএসজির
ক্লাব ছাড়তে রাজী না হলে কিলিয়ান এমবাপেকে পুরো মৌসুম বসিয়ে রাখার হুমকি দিয়েছিল পিএসজি। প্রাক-মৌসুমের ম্যাচে তো বটেই, আগের দিন লিগ ওয়ানে নিজেদের অভিষেক ম্যাচেও তাকে রাখেনি দলটি। তবে শেষ পর্যন্ত তাকে মূল দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ফরাসি ক্লাবটি।
আগের দিন শনিবার রতে লরিয়াঁর বিপক্ষে এমবাপে ছাড়াও ছিলেন না নেইমার। দুই তারকা খেলোয়াড়কে ছাড়া লড়াইটাও জমাতে পারেনি তারা। গোলশূন্য ড্র করে দলটি।
নিজেদের দুর্ভোগের কথা হয়তো আগেই বুঝতে পেরেছে প্যারিসিয়ানরা। ম্যাচের আগেই এমবাপের সঙ্গে আলোচনায় বসে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে আরও এক দফা চুক্তি নবায়নের প্রস্তাব দেয় তারা। এক বছরের জন্য এই চুক্তি করতে এমবাপে রাজী হয়েছেন কি-না তা জানায়নি ক্লাবটি। তবে আলোচনার পর এক বিবৃতি দিয়ে এই ফরাসি ফরোয়ার্ডকে দলে ফেরানোর কথা জানায় তারা।
অফিসিয়াল বিবৃতিতে তারা লিখেছে, 'লরিয়াঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনার পর খেলোয়াড়কে আজ সকালে প্রথম দলের প্রশিক্ষণ স্কোয়াডে পুনর্বহাল করা হয়েছে।'
মূলত চুক্তি নবায়ন নিয়ে এমবাপের সঙ্গে দ্বন্দ্বের শুরু পিএসজির। নতুন করে আর কোনো চুক্তি করতে চাইছেন না এই তরুণ। এক মৌসুম ফরাসি ক্লাবটিতে কাটিয়ে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছা তার। কিন্তু সময়ের অন্যতম সেরা তারকাকে মুফতে ছাড়তে চায় না ক্লাবটি।
এর আগে মৌসুমের শুরুতে ফ্রি এজেন্ট হয়ে চলে গেছেন লিওনেল মেসিও। নেইমারও যাওয়ার পথে। বেশ কিছু ক্লাবেই যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে। তাকে অবশ্য আটকাতেও চায় না তারা। ভালো প্রস্তাব পেলে বিক্রি করে দিবে বলেই সংবাদ ফরাসি গণমাধ্যমের।
Comments