এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

পিয়ানিচদের বিপক্ষে পারল না বসুন্ধরা কিংস

ছবি: সংগ্রহ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শারজায় খেলতে গিয়ে অভিজ্ঞতা সুখকর হলো না বসুন্ধরা কিংসের। স্বাগতিক শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরেছে তারা। সাবেক বার্সেলোনা তারকা মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসেরদের মতো তারকাদের বিপক্ষে পুরো ম্যাচেই কোণঠাসা হয়েছিল বাংলাদেশের ক্লাব।

মঙ্গলবার রাতে শারজাহ স্টেডিয়ামের খেলায় শারজাহ এফসি দুই অর্ধে দুই গোল করে অনায়াসে জয় তুলে নেয়।

প্রথমার্ধের বেশিরভাগ সময় শারজাহকে গোল বঞ্চিত রাখতে পারলেও বিরতির খানিক আগে ভুল করে বসে বসুন্ধরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুয়ান পেরেইরা পিয়ানিচের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন। লুয়ানজিনিয়ো নামে পরিচিত এই তারকা দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেন।

প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া বসুন্ধরার সামনেও সুযোগ এসেছিল, তবে তা কাজে লাগাতে পারেনি বসুন্ধরার ব্রাজিলিয়ান দোরলিন্তন।

বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রথম কোন দল যারা কিনা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতন আসরে খেলছে। অ্যাওয়ে ম্যাচে দুই গোলে হেরে এখন গ্রুপ পর্বে বেশ বিপাকে পড়ল তারা।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

1h ago