অবশেষে সাবিনা-কৃষ্ণাদের বেতন বাড়ল

বেতন-ভাতা বাড়ানোর দাবি অনেকদিন ধরেই করে আসছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হচ্ছে। বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন নতুন চুক্তি স্বাক্ষর করে দিয়েছেন এই সুখবর।
বুধবার বাফুফে ভবনে নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন সালাউদ্দিন। চুক্তির কাগজ নিয়ে হাসিমুখে ছিলেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকাররা।
বাফুফে জানায়, এবার চার ক্যাটাগরিতে ৩১ জন ফুটবলারকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ১৫ জন পাবেন মাসিক ৫০ হাজার টাকা। এই ক্যাটাগরিতে এর আগে কেবল সাবিনা পেতেন ২০ হাজার টাকা। বাকিদের মধ্যে কারো ছিল ১০ হাজার, কারো ৫ হাজার।
১০ জনকে দেওয়া হবে মাসিক ৩০ হাজার টাকা। বাকি ছয়জনের বেলায় কি সিদ্ধান্ত তা জানানো হয়নি।
নতুন চুক্তি স্বাক্ষর করে সালাউদ্দিন বলেন, সামর্থ্য থাকলে বেতন আরও বাড়াতেন তারা। সব দিক বিবেচনা করে নিয়েছেন এই সিদ্ধান্ত, 'অভিনন্দন সাবিনা, অভিনন্দন নারী দল। আমি মনে করি, তোমরা সবাই খুশি। চুক্তি খুবই সাধারণ। ওরা আমার কাছে যা যা চেয়েছিল, তার সবটুকুই দিয়েছি, ওদের চিঠির সবকিছুই দিয়েছি। একটা জিনিস দিতে পারিনি, সেটা হচ্ছে ঈদ বোনাস। ফুটবলে ঈদ বোনাস, ক্রিসমাস বোনাস বলে কোনো কিছু নাই। ওইটা ছাড়া ম্যাচ ফি, বেতন বাড়ানো, বিদেশ ট্রিপ-সব কাভার করেছি।'
বাফুফে সভাপতি জানান এই চুক্তির মেয়াদ ৬ মাস। পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি নবায়ন হবে, 'পারিশ্রমিকের সংস্থান হওয়ার পথটাও খুব সাধারণ। আমাদের মেয়েদের কিছু ফিফা স্পন্সর আছে। সব দিক কার্টেল করে এখানে নিয়ে এসেছি; খেলোয়াড়দের খুশি রাখতে হবে। আমি পারলে এটা ডাবল করে দিতাম। মেয়াদ মাত্র ৬ মাসের। নবায়নের সুযোগ আছে। পারফরম্যান্সের উপর নির্ভর করে নবায়ন হবে।'
বেতন বাড়ায় নিজেদের সন্তুষ্টি জানান জাতীয় দলের অধিনায়ক সাবিনা, 'প্রথমত আমি, সবার কাছে কৃতজ্ঞ। যেটা আসলে মেয়েরা দাবি করেছিল, আসলে দাবি না, আমি এটাকে আবদার বলব। স্যার সেটা পূরণ করেছে। মেয়েরা খুশি।'
Comments