আমি পদত্যাগ করব না: স্পেনের ফুটবল প্রধান

চুম্বন কেলেঙ্কারিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্টের পদ থেকে করতে যাচ্ছেন লুইস রুবিয়ালেস। এমন সংবাদই চাউর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তীব্র সমালোচনাতেও টলছেন না তিনি। পদত্যাগ করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আরএফইএফ প্রেসিডেন্ট।
শুক্রবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনেকেই ভেবেছিলেন এখানে পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু ফুটবল বিশ্বকে চমকে দিয়ে নিজের ভাষণে তিনি চিৎকার করে বলেন, 'আমি পদত্যাগ করব না।'
সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনালে গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এরপর পুরস্কার বিতরণী মঞ্চে সেই কাণ্ড ঘটান রুবিয়ালেস। স্পেনের প্রায় সব ফুটবলারদের আলিঙ্গন করেন এবং গালে ও কপালেও চুমু দেন। তবে মিডফিল্ডার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন তিনি।
সেই ঘটনার পর তীব্র সমালোচনা শুরু হয় চারদিকে। সামাজিক মাধ্যম তো বটেই সংবাদ মাধ্যমেও চলছে সমালোচনা। তবে শুরুতে সমালোচনাকারীদেরকে 'ইডিয়ট' বলে উড়িয়ে দিলেও পরে এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছিলেন রুবিয়ালেস। তাতেও ঝড় কমেনি। স্রেফ ক্ষমা চাওয়াই এখানে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এদিকে, রুবিয়ালেসের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী জেনিফার হারমোসো। শাস্তি দাবি করে আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফাও।
Comments