লস আঞ্জেলসে খেলেই জাতীয় দলে যোগ দিবেন মেসি

চাপ কমাতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে খেলানোর কথা জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। তবে গতবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তাও করছেন না তিনি। সেই ম্যাচ খেলার পর মেসি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে উড়াল দিবেন বলে জানিয়েছেন এই কোচ।

লিগস কাপের প্রথম ম্যাচে বেঞ্চ থেকে শুরুর পর ও ইউএস ওপেন কাপের সেমি ফাইনাল পর্যন্ত টানা খেলে গেছেন মেসি। এরপর মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বেঞ্চ থেকে শুরু করেছিলেন তিনি। নাশভিলের বিপক্ষে ছিলেন প্রথম একাদশেই। তাই গুঞ্জন ছিল পরের ম্যাচেও হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।

এছাড়া আগামী শুক্রবার ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে মেসির দল আর্জেন্টিনা। সব মিলিয়ে তাই মেসিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল চড়া। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে লস অ্যাঞ্জেলসে সেই ম্যাচে খেলেই দেশের বিমান ধরবেন বলে জানান তাতা মার্তিনো।

'গতবারের চ্যাম্পিয়নের বিপক্ষে এই খুব গুরুত্বপূর্ণ ম্যাচে আমি কল্পনাও করি না যে এমন একটি ম্যাচে মেসিকে বিশ্রাম দিতে হবে। আমাদের যেটিতে থামতে হয়েছিল সেটি ছিল রেড বুলস দল, সে ৩০ মিনিট খেলেছে, আমরা এই সপ্তাহে এভাবেই করেছি এবং এখন আগামীকাল সে খেলতে যাচ্ছে,' সংবাদসম্মেলনে এমনটাই বলেন মায়ামি কোচ।

তার উপর ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর মেজর সকার লিগের প্লে অফে জায়গা করে নেওয়ার স্বপ্নে কিছুটা হলেও ধাক্কা খায় মায়ামি। কারণ প্লে অফের অবস্থান থেকে এখনও ১১ পয়েন্ট দূরে রয়েছেন তারা। শেষ ১০ ম্যাচে এই ঘাটতি পূরণ করা বেশ কঠিনই তাদের জন্য।

মার্তিনো এটাও স্পষ্ট করেছেন যে তার দল লস অ্যাঞ্জেলসের বিপক্ষে খুব কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে তারা, 'আমার মতে, লস অ্যাঞ্জেলস লিগের সেরা দলগুলোর একটি, গতবারের চ্যাম্পিয়ন। কার্লোস (ভেলা) দলের একজন নিষ্পত্তিমূলক খেলোয়াড় এবং (ডেনিস) বোয়াঙ্গা ও ইলিও। তাদের খুব শক্ত জুটি রয়েছে। এটি একটি ভালো ম্যাচ হবে। আগামীকালের ম্যাচটি বড় চ্যালেঞ্জিং হবে।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

3h ago