সুয়ারেজকে ছুঁয়ে আরও একটি রেকর্ড মেসির
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই যেন হয় নতুন কোনো রেকর্ড। এক কাতার বিশ্বকাপে ডজন খানেক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সে সংখ্যাকে আরও বড় করলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা ও সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে ছুঁয়ে ফেললেন তিনি।
বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে স্তাদিও মাস মনুমেন্তালে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে মেসির পা থেকে। ম্যাচের ৭৯তম মিনিটে জাদুকরী এক ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন এই মহাতারকা।
জাতীয় দলের জার্সিতে ১৭৬ ম্যাচে এ নিয়ে ১০৪টি গোল হলো মেসির। যার মধ্যে ২৯টি গোল করেছেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বে। যা কনমেবল অঞ্চলের সর্বোচ্চ। এতোদিন সম পরিমাণ গোল করে এই রেকর্ডের একক মালিক ছিলেন তারই অন্যতম প্রিয় বন্ধু সুয়ারেজ। ৬২ ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন তিনি। মেসি খেললেন একটি কম।
সাবেক সতীর্থকে অবশ্য ছাড়িয়ে যাওয়ার অনেক উপলক্ষ্যই পাবেন মেসি। কারণ বয়স ৩৬ হলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই পারফর্ম করে যাচ্ছেন রেকর্ড সাত বারের ব্যলন ডি'অর জয়ী এই তারকা। তবে এগিয়ে যেতে পারেন সুয়ারেজেরও। আগামীকাল চিলির বিপক্ষে না থাকলেও জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ রয়েছে তার।
কনমেবল অঞ্চলের শীর্ষে উঠলেও বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা থেকে অনেক দূরেই আছেন মেসি। কনকাকাফ অঞ্চলে ৪৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৯টি গোল দিয়ে রেকর্ডধারী গুয়েতেমালার কার্লোস রুইজ। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোও ইউরোপিয়ান অঞ্চলে গোল করেছেন ৩৮টি। এছাড়া মেসির উপরে রয়েছেন ইরানের আলী দাই (৩৫) ও পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কিও (৩০)।
Comments