উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

টানা তৃতীয় জয়ে গ্রুপ পর্বের বাধা ডিঙানোর পথে বার্সা

ছবি: রয়টার্স

চোটের কারণে মাঠের বাইরে রবার্ত লেভানদোভস্কি, রাফিনহা, পেদ্রি, ফ্রেঙ্কি ডি ইয়ংরা। তাদের অনুপস্থিতিতে তরুণদের ওপর আস্থা রাখা কোচ জাভি হার্নান্দেজ পেলেন প্রতিদান। টানা তৃতীয় জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাধা ডিঙানোর পথে বার্সেলোনা।

বুধবার রাতে আসরের 'এইচ' গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে কাতালানরা। বিরতির আগেই ফেরান তোরেস ও ফারমিন লোপেজের লক্ষ্যভেদে চালকের আসনে বসে পড়ে স্প্যানিশ পরাশক্তিরা। দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে সফরকারীদের হয়ে হিওরহি সুদাকভ জাল খুঁজে নিলে তৈরি হয় উত্তেজনা। কিন্তু বার্সার জয়রথ আটকাতে পারেনি তারা।

একপেশে লড়াইয়ের দ্বিতীয়ার্ধে আরও দুবার বল জালে পাঠিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের পাঁচবারের শিরোপাজয়ীরা। কিন্তু ভীষণ  দুর্ভাগ্য তাদের! দুই গোলদাতা ফেরান ও ফারমিনেরই একটি করে গোল বাতিল হয় অফসাইডের কারণে। এছাড়া, ফারমিনের আরেকটি প্রচেষ্টা পোস্ট কাঁপিয়ে ফিরে আসলে বাড়েনি ব্যবধান।

লা লিগায় সবশেষ ম্যাচে বার্সেলোনার ত্রাতা ছিলেন মার্ক গিউ। এবার শাখতারের বিপক্ষে জয়ের নায়কদের একজন ফারমিন। তার সঙ্গে শুরুর একাদশে ছিলেন ইতোমধ্যে একাধিক রেকর্ড গড়ে ফেলা লামিনে ইয়ামাল। গিউ ম্যাচের শেষদিকে নামেন বদলি হিসেবে। এই তিন তরুণই বার্সার 'বি' দল বা একাডেমির খেলোয়াড়। তারকাদের শূন্যস্থান সুযোগ পেয়ে তারাই দলকে দিচ্ছেন পথের দিশা।

৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল বার্সা। গ্রুপের আরেক ম্যাচে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৪-১ গোলে হারানো এফসি পোর্তো ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা শাখতারের পয়েন্ট ৩। অ্যান্টওয়ার্প এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বার্সেলোনা। দুবারই তৃতীয় হওয়ায় তাদেরকে ছিটকে যেতে হয়েছিল উয়েফা ইউরোপা লিগে। ব্যর্থতার সেই ধারার ইতি টেনে এবার নকআউট পর্বে জায়গা করে নেওয়ার খুব কাছে তারা।

জাভির শিষ্যদের আপাতত মনোযোগ দিতে হবে লা লিগায়। আগামী শনিবার নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ২০২৩-২৪ মৌসুমের প্রথম ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে বার্সার অবস্থান তিনে।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

18m ago