চুমু-বিতর্কে তিন বছরের জন্য নিষিদ্ধ রুবিয়ালেস

লুইস রুবিয়ালেস। ছবি: এএফপি

নারী বিশ্বকাপের ফাইনালের পর নিজ দেশের ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন লুইস রুবিয়ালেস। সেই অনাকাঙ্ক্ষিত কাণ্ডের পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক এই সভাপতিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ফিফা। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তদন্তের পর এবার তাকে বড় শাস্তি দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার ফিফা এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তিন বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে রুবিয়ালেসকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৪৬ বছর বয়সী এই প্রাক্তন কর্মকর্তা ফিফার আপিল কমিটির কাছে আবেদন করতে পারবেন। বিবৃতিতে বলা হয়েছে, 'ফিফার শৃঙ্খলা কমিটি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে।'

অস্ট্রেলিয়ার সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনালে গত অগাস্টে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণী মঞ্চে দলটির ফুটবলার হারমোসোর ঠোঁটে আচমকা চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। বিতর্কিত এই কাণ্ড ঘটানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর স্পেন সরকার তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে। এর আগেই ফিফা শুরু করে দেয় রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।

চুমু-বিতর্কে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হলেও রুবিয়ালেস নিজের অবস্থানে ছিলেন অনড়। সমালোচনাকারীদের 'ইডিয়ট' বলে উড়িয়ে দিলেও পরে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এমনকি ওই ঘটনায় হারমোসোর সম্মতি থাকারও দাবি করেন তিনি। এরপর আরএফইএফের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন থাকলেও সংস্থাটির সাধারণ সভায় তিনি চিৎকার করে বলে উঠেছিলেন, 'আমি পদত্যাগ করব না।'

ভুক্তভোগী হারমোসো অবশ্য কয়েক ঘণ্টার ব্যবধানে জানিয়েছিলেন, রুবিয়ালেসের দাবি সত্য নয়। পরে তিনি রুবিয়ালেসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও দায়ের করেন। সেটার প্রেক্ষিতে এখন তদন্ত চলছে। এছাড়া, গত মাসে মাদ্রিদের একটি আদালত যৌন নিপীড়ন ও জবরদস্তির ফৌজদারি অভিযোগ আমলে নিয়ে রুবিয়ালেসকে হারমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে নিষেধ করে দেয়। যদিও রুবিয়ালেস আত্মপক্ষ সমর্থন করে অভিযোগ অস্বীকার করেন।

ফেডারেশনে পরিবর্তন না আনা পর্যন্ত স্পেনের বিশ্বকাপজয়ী সদস্যদের বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দলকে বয়কটের ঘোষণা দিয়েছিলন। গত মাসে বরখাস্ত করা হয় বিশ্বকাপ জেতানো কোচ হোর্হে ভিলদাকে। ওই চুমু-কাণ্ডে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল উল্লেখ করা হারমোসো চলতি মাসে জাতীয় দলে ফেরেন। গত শুক্রবার ইতালির বিপক্ষে ৮৯তম মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলও করেন তিনি।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

59m ago