আর্থিক নিয়ম ভেঙে ১০ পয়েন্ট জরিমানা এভারটনের

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় বড় শাস্তির মুখে পড়েছে এভারটন। চলতি আসর থেকে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে দলটির। ফলে প্রিমিয়ার লিগে টিকে থাকা বেশ কঠিন হয়ে গেল মার্সেসাইড অঞ্চলের ক্লাবটির। শুক্রবার এক বিবৃতি দিয়ে এভারটনের শাস্তি বিষয়টি জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

চলতি আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছিল এভারটন। ১০ পয়েন্ট কেটে নেওয়ায় এখন হয়েছে চার। ফলে পয়েন্ট টেবিলের ১৯ নম্বর অবস্থানে চলে গিয়েছে দলটি। তাদের সমান চার পয়েন্ট বার্নলিরও। তবে গোল ব্যবধানে এক ধাপ উপরে রয়েছে এভারটন।

তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে এভারটন। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'ক্লাব বিশ্বাস করে, কমিশন যে শাস্তি আরোপ করেছে, তা অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য। প্রিমিয়ার লিগে আবেদন করার উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। এখন আপিল প্রক্রিয়া শুরু হবে।'

গত মার্চে আর্থিক নিয়মভঙ্গের অভিযোগে এভারটনের বিরুদ্ধে তদন্ত শুরু করে লিগ কর্তৃপক্ষ। স্বাধীন কমিশনও গঠন করা হয়। তবে ঠিক কী অভিযোগ, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

এর আগে দুটি ক্লাবের পয়েন্ট কাটা হয়েছিল প্রিমিয়ার লিগে। ১৯৯৬-৯৭ মৌসুমে ব্ল্যাকবার্নের বিপক্ষে খেলতে ব্যর্থ হওয়ায় ৩ পয়েন্ট কেটে নেওয়া হয় মিডলসবরোর। এরপর ২০১০ সালে পোর্টসমাউথের ৯ পয়েন্ট কাটা হয়েছিল। তবে সে দুই ক্লাবের কোনো ক্লাবই অবনমন এড়াতে পারেনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago