পিছিয়ে পড়েও জিতল বসুন্ধরা কিংস

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে ম্যাচের প্রায় শুরুতেই গোল হজম করে বসে বসুন্ধরা কিংস। এরপর আধিপত্য বিস্তার করে খেললেও মাজিয়ার রক্ষণ ভাঙতে পারছিল না তারা। তবে শেষ দিকে সাত মিনিটের ঝলকে দুটি গোল আদায় করে উল্টো ম্যাচ জিতে নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তাতে দারুণ এক জয়ে মাজিয়ার মাঠে হারের প্রতিশোধ নিল দলটি।

সোমবার কিংস অ্যারেনায় এএফসি কাপের 'ডি' গ্রুপের ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে রেগান ওবেংয়ের গোলে এগিয়ে যায় সফরকারী মাজিয়া। দ্বিতীয়ার্ধে ববুরবেক ইয়ালদাশেভের গোলে সমতায় আসার সাত মিনিট পর বসুন্ধরার হয়ে জয়সূচক গোলটি করেন মিগুয়েল ফেরেইরা।

পাঁচ ম্যাচ শেষে ৩টি জয় ও একটি ড্রতে ১০ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষে রয়েছে বসুন্ধরা। সমান ম্যাচে মাত্র একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে মাজিয়া। সেই একটি জয় এসেছিল বসুন্ধরা কিংসের বিপক্ষেই। মালদ্বীপের মালেতে প্রথম লেগের ম্যাচে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। তবে আজকের হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মালদ্বীপের ক্লাবটির।

ইনজুরির কারণে রবসন দি সিলভা রবিনিয়ো ও চার্লস দিদিয়েরকে না পেলেও ঘরের মাঠে এদিন মাঝ মাঠের দখল বজায় রেখেই খেলতে থাকে কিংস। ৬৩ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। দারুণ সব আক্রমণগুলোও করে তারা। মোট ১৭টি শট নেয় দলটি। তার ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৭টি শটের মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে মাজিয়া। এরমধ্যেই একটি গোল পেয়ে যায় তারা।

এদিন ম্যাচের দশম মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। এক সতীর্থকে পাস দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন শ্রাবণ। পেছন থেকে ছোঁ মেরে বল নিয়ে জোরালো শট নেন বজিস্লাভ বালাবানোভিচ। কিন্তু এই সার্বিয়ান ফরোয়ার্ডের শট ইয়ালদাশেভের পায়ে লেগে চলে যায় রেগানের কাছে। দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে কোনো ভুল হয়নি এই মিডফিল্ডারের।

ভাগ্য অবশ্য কিংসের সঙ্গেই ছিল। এরপর দুইবার বল জালে বল জড়ালেও গোল পায়নি মাজিয়া। ২৭তম মিনিটে গোল মিলেনি হ্যান্ডবলের কারণে। ৪১তম অফসাইডের কারণে হয়নি গোল। তবে দারুণ কিছু সুযোগ পেয়েও ডেডলক ভাঙতে পারছিল না স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে ফাঁকায় পেয়েও বাইরে মারেন এমফোন উদোহ। ৭৭তম মিনিটে জোরালো শট নিলে গোল পেতে পারতেন শেখ মোরসালিন।

এর দুই মিনিট পর কর্নারে সৃষ্ট বক্সের জটলায় বোবুরবেকের হেড জালে জড়ালে ম্যাচে ফিরে আসে কিংস। আর ৮৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন ফেরেইরা। মাঝমাঠ থেকে বল নিয়ে ডরিয়েল্টনের সঙ্গে দেওয়া নেওয়া করে প্রায় ৩৫ গজ দূর থেকে হাওয়ায় ভাসিয়ে শট নেন তিনি। মাজিয়ার গোলরক্ষক হুসাইন শরিফ কিছুটা এগিয়ে ছিলেন। তার মাথার উপর দিয়ে বল জালে প্রবেশ করলে উল্লাসে মাতে স্বাগতিক শিবির।   

 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago