চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষ পেল বার্সেলোনা

ছবি: টুইটার

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের শেষ ষোলোর ড্র। সেখানে নির্ধারিত হয়েছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের নকআউটের প্রথম পর্বে কে কার বিপক্ষে খেলবে।

চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে তুলনামূলক দুর্বল এফসি কোপেনহেগের বিপক্ষে। এর আগে কখনোই প্রতিযোগিতার শেষ ষোলো অতিক্রম করতে পারেনি কোপেনহেগেন।

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট আরবি লাইপজিগ। তবে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পেয়েছে কঠিন প্রতিপক্ষ। পাঁচবারের শিরোপাজয়ী বার্সা মোকাবিলা করবে সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে।

ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে লাৎসিওর বিপক্ষে। ১৯৯৬-৯৭ মৌসুমের শিরোপাজয়ী বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে পিএসভি আইন্দহোফেনের। ২০০৫-০৬ মৌসুমের ফাইনালিস্ট আর্সেনালের প্রতিপক্ষ এফসি পোর্তো। ২০১৯-২০ মৌসুমের রানার্সআপ পিএসজি মোকাবিলা করবে রিয়াল সোসিয়েদাদকে।

বার্সা-নাপোলির বাইরে হাইভোল্টেজ সূচি আছে আর একটি। তিনবারের শিরোপাজয়ী ইন্টার মিলান পেয়েছে তিনবারের ফাইনালিস্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে।

আগামী বছরের ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম লেগ। এরপর মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় লেগ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি:

এফসি পোর্তো (পর্তুগাল)-আর্সেনাল (ইংল্যান্ড)
নাপোলি (ইতালি)-বার্সেলোনা (স্পেন)
পিএসজি (ফ্রান্স)-রিয়াল সোসিয়েদাদ (স্পেন)
ইন্টার মিলান (ইতালি)-অ্যাতলেতিকো মাদ্রিদ (স্পেন)
পিএসভি আইন্দহোফেন (নেদারল্যান্ডস)-বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি)
লাৎসিও (ইতালি)-বায়ার্ন মিউনিখ (জার্মানি)
এফসি কোপেনহেগেন (ডেনমার্ক)-ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)
আরবি লাইপজিগ (জার্মানি)-রিয়াল মাদ্রিদ (স্পেন)।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago