ব্রাজিলের কোচ হলেন দারিভাল
এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন দরিভাল জুনিয়র। নিশ্চিত করেছে তার সাবেক ক্লাবে সাও পাওলোও। ৬১ বছর বয়সী এই কোচ দায়িত্ব নিচ্ছেন নেইমার-রদ্রিগো-ভিনিসিয়ুসদের।
এছাড়া ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ও'গ্লোবোও জানিয়েছে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন দারিভাল। নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সও। ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজকে ছাঁটাই করার পর থেকেই নতুন খুঁজছিল সেলেসাওরা। সেখানে দরিভালের নামই শোনা যাচ্ছিল জোরেশোরে।
আর ব্রাজিলের কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত দারিভাল। সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, 'এটা একটা ব্যক্তিগত স্বপ্ন পূরণ, সাও পাওলোর হয়ে যে কাজ করেছি, সেসবের স্বীকৃতি পেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে।'
এদিকে তাকে বিদায় জানিয়ে দিয়েছে সাও পাওলোও। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, 'কোচ দরিভাল জুনিয়রের বিদায়ের ঘোষণা দিচ্ছে সাও পাওলো ক্লাব, তাকে ছেড়ে দিতে বলা হয়েছে ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য।'
খেলোয়াড়ি জীবনে এই ডিফেন্সিভ মিডফিল্ডার ১৭ বছরের ক্যারিয়ারে খুব ভালো কিছু করতে পারেননি। ক্লাবেই খেলেছেন। জাতীয় দলে কখনোই জায়গা হয়নি। তবে কোচিং ক্যারিয়ারে বেশ সফল তিনি। ১৯৯৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০২ সাল থেকে পেশাদারি কোচিং শুরু করেন। দুই দশকের ২০টির বেশি ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। ২০২২ সালে ফ্ল্যামিঙ্গোকে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস।
জাতীয় দলে অবশ্য বেশ কঠিন চ্যালেঞ্জেই পড়তে হচ্ছে দারিভালকে। ল্যাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ৬ ম্যাচের মধ্যে স্রেফ ২টি ম্যাচে জিততে পেরেছে তারা। রয়েছে ষষ্ঠ স্থানে। সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে বেজায় সংগ্রাম করছে দলটি।
Comments