‘এমবাপের জন্য পিএসজি সেরা ক্লাব’, বলছেন খেলাইফি

nasser al khelaifi mbappe

চলতি বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপের। এরপরই তিনি ফ্রি এজেন্ট। নতুন চুক্তিতে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে আসছে মৌসুমে নতুন কোন ক্লাবে দেখার সম্ভাবনাই প্রবল। তবে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি বলছেন ফরাসী তারকার জন্য পিএসজিই সেরা ক্লাব।

ফরাসী লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন না করার কথা আগেই জানান এমবাপে। জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় তাকে ধরে রাখতে পিএসজির হাতে তেমন কিছু থাকছে না।

আরএমসি ব্রডকাস্টারকে এই পরিস্থিতিতে নিজেদের ইচ্ছা আর আশাবাদ শোনালেন পিএসজি সভাপতি, 'আমি গোপন করব না যে আমি চাই কিলিয়ান এখানে থাকুক। বিশ্বের সেরা খেলোয়াড় হচ্ছে কিলিয়ান আর পিএসজি হচ্ছে তার জন্য সেরা ক্লাব।'

২০১১ সালে কাতারের ধনকুবের খেলাইফি পিএসজি কিনে নেওয়ার পর অনেক তারকার ভিড় জমে সেখানে। তবু এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ক্লাবটির। গত বছর ক্লাব ছেড়ে চলে যান লিওনেল মেসি, নেইমারের মতন তারকারাও।

শোনা যাচ্ছে ১৪বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে কথাবার্তা চলছে এমবাপের। পিএসজি ছেড়ে তিনি যেতে পারেন সেখানেই।

তবে খেলাইফি দেখাচ্ছেন যে কারণে এখনো  পিএসজিতে থেকে যেতে পারেন এমবাপে, 'তার এখানে দুনিয়ার সেরা অনুশীলন সুবিধা আছে। সেরা কোচ আছে (লুইস এনরিকে)।'

'প্রতি বছর সে চ্যাম্পিয়ন্স লিগ খেলার নিশ্চয়তা পাচ্ছে। আমরা অন্তত সেরা ১৬ তে থাকব সব সময়। এমনকি সেমিফাইনাল, ফাইনাল খেলবে কারণ আমরা বড় ক্লাব।'

Comments

The Daily Star  | English

Job seekers block Shahbagh, 'clash' with cops

Under the banner of "PSC Reform Movement," the protesters also staged a sit-in at the intersection, bringing traffic to a standstill around 6:00pm

2h ago